বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে যেভাবে অধ্যয়ন শুরু করা যায়
আমরা যদি একবার অধ্যয়ন শুরু করতে পারি, তা হলে আমরা অনেকেই বাইবেল অধ্যয়ন পরিচালনা করে আনন্দিত হব। বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? নামক নতুন বইটি আমাদের সাহায্য করতে পারে। এই প্রকাশনাটি ব্যবহার করে গৃহকর্তাকে যাতে একটা বাইবেল আলোচনায় জড়িত করা যায়, সেইজন্য ৩-৭ পৃষ্ঠার ভূমিকাটি প্রস্তুত করা হয়েছে। এমনকি পরিচর্যায় যাদের অভিজ্ঞতা সীমিত, তারাও অধ্যয়ন শুরু করার জন্য এটিকে ব্যবহার করা সহজ বলে মনে করবে।
▪ ৩ পৃষ্ঠা ব্যবহার করে আপনি হয়তো এই পদ্ধতিটা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন:
আপনার এলাকার লোকেদের উদ্বিগ্ন করে, এমন একটা খবর অথবা সমস্যার কথা উল্লেখ করার পর, ৩ পৃষ্ঠায় মোটা হরফে লেখা প্রশ্নগুলোর প্রতি গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান এবং মন্তব্য করার জন্য তাকে আমন্ত্রণ জানান। এরপর ৪-৫ পৃষ্ঠা খুলুন।
▪ অথবা আপনি হয়তো ৪-৫ পৃষ্ঠার বিষয়বস্তু তুলে ধরে শুরু করতে চাইবেন:
আপনি বলতে পারেন, “এখানে চিত্রিত পরিবর্তনগুলো যদি সত্যিই ঘটে থাকে, তা হলে সেটা কি চমৎকার বিষয় হবে না?” অথবা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, “এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে কোনটা পরিপূর্ণ হোক বলে আপনি চান?” মনোযোগ সহকারে উত্তরটি শুনুন।
গৃহকর্তা যদি এই শাস্ত্রপদগুলোর কোনো একটার প্রতি বিশেষ আগ্রহ দেখান, তা হলে বইয়ের যে-অনুচ্ছেদগুলোতে শাস্ত্রপদটি নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো বিবেচনা করার দ্বারা এই বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, সেটা তাকে দেখান। (ইনসার্টের এই পৃষ্ঠার বাক্সটা দেখুন।) বাইবেল অধ্যয়নের সময় যেভাবে করে থাকেন, সেইভাবে বিষয়বস্তুটি আলোচনা করুন। দরজায় দাঁড়িয়ে প্রথম সাক্ষাতেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তা করা যেতে পারে।
▪ আরেকটা পদ্ধতি হল, ৬ পৃষ্ঠা ব্যবহার করে ব্যক্তির দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো:
এই পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলোর প্রতি গৃহকর্তার মনোযোগ আকর্ষণ করান এবং এবং জিজ্ঞেস করুন, “আপনি কি এই প্রশ্নগুলোর কোনো একটার বিষয়ে কখনো ভেবে দেখেছেন?” তিনি যদি কোনো একটা প্রশ্নের প্রতি আগ্রহ দেখান, তা হলে বইয়ের যে-অনুচ্ছেদগুলোতে প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদগুলো খুলুন। (ইনসার্টের এই পৃষ্ঠার বাক্সটা দেখুন।) আপনি যখন একসঙ্গে তথ্যটি বিবেচনা করেন, তখন আপনি একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন।
▪ বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখানোর জন্য ৭ পৃষ্ঠাটি ব্যবহার করা যেতে পারে:
এই পৃষ্ঠার প্রথম তিনটে বাক্য পড়ুন আর এরপর ৩ অধ্যায়টি খুলুন এবং ১-৩ অনুচ্ছেদ ব্যবহার করে অধ্যয়ন করার একটা নমুনা দেখান। ৩ অনুচ্ছেদের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার জন্য ফিরে আসার ব্যবস্থা করুন।
▪ যেভাবে ফিরে আসার ব্যবস্থা করা যায়:
প্রথমবার অধ্যয়ন শেষ করার সময়, আলোচনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে আসুন। আপনি হয়তো বলতে পারেন: “মাত্র কয়েক মিনিটে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, তা আমরা শিখেছি। পরের বার, আমরা [আলোচনা করা হবে এমন একটা প্রশ্ন উল্লেখ করুন] আলোচনা করতে পারি। পরের সপ্তাহে আমি কি এই একই সময়ে আসতে পারি?”
যতই আমরা যিহোবার নিরূপিত সময়ের নিকটবর্তী হচ্ছি, তিনি আমাদেরকে আমাদের করণীয় কাজ করার জন্য সজ্জীভূত করে চলেছেন। (মথি ২৮:১৯, ২০; ২ তীম. ৩:১৭) তাই, আসুন বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা এই অপূর্ব নতুন হাতিয়ারটির সদ্ব্যবহার করি।
[৩ পৃষ্ঠার ক্যাপশন]
৪-৫ পৃষ্ঠায় দেওয়া শাস্ত্রপদগুলোর ওপর আলোচনা
◻ প্রকাশিত বাক্য ২১:৪ (পৃষ্ঠা ২৭-৮, অনু. ১-৩)
◻ যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬ (পৃষ্ঠা ৩৬, অনু. ২২)
◻ যোহন ৫:২৮, ২৯ (পৃষ্ঠা ৭২-৩, অনু. ১৭-১৯)
◻ গীতসংহিতা ৭২:১৬ (পৃষ্ঠা ৩৪, অনু. ১৯)
৬ পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর
◻ আমরা কেন কষ্টভোগ করি? (পৃষ্ঠা ১০৮-৯, অনু. ৬-৮)
◻ জীবনের উদ্বেগগুলোর সঙ্গে আমরা কীভাবে সফলভাবে মোকাবিলা করতে পারি? (পৃষ্ঠা ১৮৪-৫, অনু. ১-৩)
◻ কীভাবে আমরা আমাদের পারিবারিক জীবনকে আরও সুখী করতে পারি? (পৃষ্ঠা ১৪৩, অনু. ২০)
◻ আমরা যখন মারা যাই, তখন আমাদের কী হয়? (পৃষ্ঠা ৫৮-৯, অনু. ৫-৬)
◻ আমরা কি আবার কখনো আমাদের মৃত প্রিয়জনদের দেখতে পাব? (পৃষ্ঠা ৭২-৩, অনু. ১৭-১৯)
◻ কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বর ভবিষ্যতের জন্য করা তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেন? (পৃষ্ঠা ২৫, অনু. ১৭)