ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে আপনার পরিচর্যায় কাজ করতে দিন
কোনো ব্যক্তি যখন আমাদেরকে সুসমাচার জানানোর সুযোগ দেন, তখন আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করি এবং সরাসরি বাইবেল থেকে শাস্ত্রপদ পড়ার মাধ্যমে ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে কাজ করতে দিই। এই বিষয়টা গত পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিন-এ তুলে ধরা হয়েছিল। সীমা অধ্যক্ষ “ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে আপনার পরিচর্যায় কাজ করতে দিন” শিরোনামের একটা বক্তৃতা দিয়েছিলেন। আপনার কি মূল বিষয়গুলো মনে আছে?
কেন যিহোবার বাক্য আমাদের বাক্যের চেয়ে বেশি শক্তিশালী?—২ তীম. ৩:১৬, ১৭.
কীভাবে বাইবেল আবেগ জাগায়, চিন্তাধারা গঠন করে, মনোভাবকে পরিশোধিত করে এবং আচরণ দেখানোর ক্ষেত্রে নির্দেশনা দেয়?—২০১২ সালের ১৫ জুন প্রহরীদুর্গ পত্রিকার ২৭ পৃষ্ঠার ৭ অনুচ্ছেদ দেখুন।
আমরা যখন পরিচর্যায় কারো সামনে একটা শাস্ত্রপদ পড়ি, তখন কীভাবে আমরা ঈশ্বরের বাক্যের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করাতে পারি, যাতে তারা এটির প্রতি সম্মান দেখাতে পরিচালিত হয়?—পরিচর্যা বিদ্যালয় পৃষ্ঠা ১৪৮ অনু. ৩-৪, (ইংরেজি) এবং ২০১৩ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় ৯ পৃষ্ঠার ৮ অনুচ্ছেদ দেখুন।
আমরা যে-শাস্ত্রপদগুলো পড়ি, সেগুলো ব্যাখ্যা করা এবং সেগুলোর উপর যুক্তি করা কেন গুরুত্বপূর্ণ আর কীভাবে আমরা তা করতে পারি?—প্রেরিত ১৭:২, ৩; পরিচর্যা বিদ্যালয় পৃষ্ঠা ১৫৪ অনু. ৪ থেকে পৃষ্ঠা ১৫৬ অনু. ৫, দেখুন।
বাইবেল ব্যবহার করার ক্ষেত্রে কীভাবে আমরা বিচক্ষণ হতে পারি?—মথি ১০:১৬; ২০০৮ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫ পৃষ্ঠা দেখুন।