আপনি কি আগে একজন নিয়মিত অগ্রগামী ছিলেন?
১. অনেকে কোন বিশেষ সুযোগ উপভোগ করেছে কিন্তু কারো কারো জন্য কী করা প্রয়োজন হয়ে পড়েছিল?
১ বছরের পর বছর ধরে, হাজার হাজার ব্যক্তি পূর্ণসময়ের পরিচারক হিসেবে ‘উপদেশ দিবার ও সুসমাচার প্রচার করিবার’ বিশেষ সুযোগ উপভোগ করেছে। (প্রেরিত ৫:৪২) কিন্তু, বিভিন্ন কারণে কাউকে কাউকে অগ্রগামীর কাজ বন্ধ করতে হয়েছে। আপনি যদি আগে একজন নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করে থাকেন, তাহলে আপনি আবারও অগ্রগামী হিসেবে কাজ করতে পারেন কি না, তা দেখার জন্য আপনি কি বর্তমান পরিস্থিতিগুলোকে পরীক্ষা করে দেখেছেন?
২. যারা অতীতে অগ্রগামীর কাজ করেছে, তাদেরকে কেন নিজেদের বর্তমান পরিস্থিতিগুলো বিবেচনা করা উচিত?
২ পরিস্থিতিগুলো পরিবর্তিত হয়: এমনটা হতে পারে যে, যে-পরিস্থিতির কারণে আপনাকে অগ্রগামীর কাজ বন্ধ করতে হয়েছিল, তা আর নেই। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতি মাসে ৯০ ঘন্টার চাহিদা পূরণ করতে না পারার কারণে অগ্রগামীর কাজ করা বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে এখন যেহেতু সেই চাহিদা কমিয়ে ৭০ ঘন্টা করা হয়েছে, তাই আপনি কি আবারও তা শুরু করতে পারেন? যে-সময়ে আপনি অগ্রগামীর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, সেই সময়ের চেয়ে এখন কি আপনার চাকরি করার প্রয়োজনীয়তা অথবা পরিবারের দায়দায়িত্ব কমে গিয়েছে? আপনি কি সম্প্রতি আপনার চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন? একজন বোন, যিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে অগ্রগামীর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, তিনি ৮৯ বছর বয়সে আবারও তা শুরু করতে পেরেছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে তাকে হাসপাতালে যেতে হয়নি আর তাই তিনি মনে করেছিলেন যে, তার শারীরিক অবস্থা তাকে আবারও অগ্রগামীর কাজ শুরু করার সুযোগ দেবে!
৩. কীভাবে পরিবারের সদস্যরা তাদের পরিবারের কোনো সদস্যকে অগ্রগামীর কাজ করতে সাহায্য করার জন্য সহযোগিতা করতে পারে?
৩ হতে পারে আপনি কখনো অগ্রগামী হিসেবে সেবা করেননি কিন্তু আপনাদের পরিবারের কেউ হয়তো আপনাদের পরিবারের কোনো সদস্য যেমন, বয়স্ক বাবা অথবা মায়ের যত্ন নেওয়ার জন্য অগ্রগামী হিসেবে সেবা করা বন্ধ করে দিয়েছেন। (১ তীম. ৫:৪, ৮) যদি তা-ই হয়, তাহলে আপনি অথবা পরিবারের অন্য সদস্যরা কি তাকে আরও বেশি সাহায্য করতে পারেন? বিষয়গুলো নিয়ে একসঙ্গে আলোচনা করুন না কেন? (হিতো. ১৫:২২) পরিবারের সদস্যদের মধ্যে একজন যাতে অগ্রগামীর কাজ করতে পারে, সেইজন্য পরিবারের সদস্যরা যখন সহযোগিতা করে, তখন সকলেই উপযুক্তভাবে মনে করতে পারে যে, তারাও এতে অংশগ্রহণ করছে।
৪. আপনি যদি এখন আবারও অগ্রগামীর কাজ করা শুরু করতে না পারেন, তাহলে কী বলা যায়?
৪ আপনার বর্তমান পরিস্থিতিগুলো যদি আপনাকে আবারও অগ্রগামীর কাজ শুরু করার সুযোগ না-ও দেয়, তবুও নিরুৎসাহিত হবেন না। তা করার জন্য আপনার আগ্রহ যিহোবাকে খুশি করে। (২ করি. ৮:১২) একজন অগ্রগামী হিসেবে আপনি যে-দক্ষতা অর্জন করেছেন, তা বর্তমানে আপনার পরিচর্যায় ব্যবহার করুন। আপনার ইচ্ছার বিষয়টা জানিয়ে প্রার্থনা করুন এবং আপনার পরিস্থিতিগুলোকে রদবদল করার জন্য বিভিন্ন সুযোগের বিষয়ে সজাগ থাকুন। (১ যোহন ৫:১৪) এমনটা হতে পারে যে, পরবর্তী সময়ে যিহোবা আপনার সামনে ‘বৃহৎও কার্য্যসাধক এক দ্বার’ খুলে দেবেন, যাতে আপনি আবারও নিয়মিত অগ্রগামীর কাজ করার আনন্দ উপভোগ করতে পারেন!—১ করি. ১৬:৯.