আমাদের পরিচর্যায় ধৈর্য ধরতে হবে
১. কীভাবে যিহোবা মানবজাতির প্রতি ধৈর্য দেখিয়েছেন?
১ মানবজাতির সঙ্গে ঈশ্বরের আচরণের একটা বৈশিষ্ট্য হল দীর্ঘসহিষ্ণুতা বা ধৈর্য। (যাত্রা. ৩৪:৬; গীত. ১০৬:৪১-৪৫; ২ পিতর ৩:৯) তাঁর প্রেমময় ধৈর্যের প্রধান একটা উদাহরণ, পৃথিবীব্যাপী রাজ্যের প্রচার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ের ক্ষেত্রে দেখা যায়। যিহোবা প্রায় ২,০০০ বছর ধরে মানবজাতির সঙ্গে কাজ করেছেন আর এখনও তিনি সৎহৃদয়ের লোকেদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করে চলছেন। (যোহন ৬:৪৪) কীভাবে আমাদের পরিচর্যা যিহোবার ধৈর্যকে প্রকাশ করতে পারে?
২. আমাদের পরিচর্যায় কাজ করার সময় আমরা হয়তো কীভাবে ধৈর্য দেখাতে পারি?
২ ঘরে ঘরে পরিচর্যা: যে-এলাকায় লোকেরা এখনও আগ্রহ দেখায়নি, সেই এলাকায় ‘ক্ষান্ত না হইয়া’ প্রচার করার মাধ্যমে আমরা যিহোবার ধৈর্য অনুকরণ করি। (প্রেরিত ৫:৪২) আমরা আমাদের পরিচর্যার প্রতি উদাসীনতা, উপহাস এবং বিরোধিতাকে ধৈর্যের সঙ্গে সহ্য করি। (মার্ক ১৩:১২, ১৩) এ ছাড়া, আমরা এমনকী সেই সময়ও সত্যের বীজে জল দেওয়ার প্রচেষ্টা চালিয়ে গিয়ে ধৈর্য দেখাই, যখন ঘরে আগ্রহী ব্যক্তিদের খুঁজে পাওয়া কঠিন হয়ে থাকে।
৩. পুনর্সাক্ষাৎ এবং বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় কেন ধৈর্য প্রয়োজন?
৩ বাইবেল অধ্যয়ন: একটা চারাগাছকে বড়ো করে তোলার জন্য ধৈর্যের প্রয়োজন। আমরা সেটার যত্ন নিতে পারি কিন্তু তাড়াহুড়ো করে সেটাকে বড়ো করে তুলতে পারি না। (যাকোব ৫:৭) একইভাবে, আধ্যাত্মিক বৃদ্ধি ধীরে ধীরে এবং ধাপে ধাপে ঘটে। (মার্ক ৪:২৮) যাদের সঙ্গে আমরা অধ্যয়ন করি, তাদের পক্ষে হয়তো মিথ্যা ধর্মীয় বিশ্বাস অথবা অশাস্ত্রীয় প্রথাগুলো পরিত্যাগ করা কঠিন বলে মনে হতে পারে। আমরা যেন ছাত্রছাত্রীদেরকে পরিবর্তন করার জন্য চাপ দেওয়ার মাধ্যমে দ্রুত বৃদ্ধি লাভ করানোর চেষ্টা না করি। ছাত্র বা ছাত্রীর হৃদয়ে যাতে ঈশ্বরের আত্মা কাজ করে, সেটার জন্য যুক্তিযুক্ত মাত্রায় সময় দিতে হলে ধৈর্য প্রয়োজন।—১ করি. ৩:৬, ৭.
৪. কীভাবে ধৈর্য আমাদেরকে অবিশ্বাসী আত্মীয়স্বজনের কাছে কার্যকারীভাবে সাক্ষ্যদান করার ব্যাপারে সাহায্য করতে পারে?
৪ অবিশ্বাসী আত্মীয়স্বজন: যদিও আমরা মনেপ্রাণে চাই যেন আমাদের অবিশ্বাসী আত্মীয়স্বজন সত্য শেখে, তবে আমরা তাদের কাছে আমাদের বিশ্বাস সম্বন্ধে বলার ব্যাপারে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার ও সেইসঙ্গে তাদেরকে অতিরিক্ত তথ্য দিয়ে জর্জরিত করে না ফেলার ব্যাপারে মনোযোগী হওয়ার মাধ্যমে ধৈর্য দেখাই। (উপ. ৩:১, ৭) সেই সময় না আসা পর্যন্ত, আমরা আমাদের উদাহরণগুলোকে আমাদের হয়ে কথা বলতে দিই ও সেইসঙ্গে আমাদের বিশ্বাস মৃদুতা ও “সভয় [‘সম্মান,’ বাংলা ইজি-টু-রিড ভারসন]” সহকারে প্রকাশ করার জন্য প্রস্তুত থাকি। (১ পিতর ৩:১, ১৫) সত্যিই, পরিচর্যার সময়ে ধৈর্য বজায় রাখলে তা আরও কার্যকারী হয়ে উঠবে ও সেইসঙ্গে আমাদের স্বর্গীয় পিতাকে আনন্দিত করবে।