ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/১১ পৃষ্ঠা ৪-৬
  • আপনি কি ‘পার হইয়া মাকিদনিয়াতে আসিতে’ পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি ‘পার হইয়া মাকিদনিয়াতে আসিতে’ পারেন?
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি পার হয়ে মাকিদনিয়াতে আসতে পারেন?
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি বিদেশে গিয়ে কাজ করতে পারেন?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমার কি বিদেশে গিয়ে থাকা উচিত?
    ২০০০ সচেতন থাক!
  • যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/১১ পৃষ্ঠা ৪-৬

আপনি কি ‘পার হইয়া মাকিদনিয়াতে আসিতে’ পারেন?

১. কী পৌল ও তার সঙ্গীদেরকে মাকিদনিয়াতে যেতে পরিচালিত করেছিল?

১ সাধারণ কাল প্রায় ৪৯ সালে, প্রেরিত পৌল তার দ্বিতীয় মিশনারি যাত্রার জন্য সুরিয়ার আন্তিয়খিয়া ত্যাগ করেছিলেন। তার লক্ষ্য ছিল ইফিষ ও এশিয়া মাইনরের অন্যান্য নগর পরিদর্শন করা। কিন্তু সেখানে যাওয়ার পরিবর্তে, তিনি ‘পার হইয়া মাকিদনিয়াতে আসিবার’ জন্য আত্মা দ্বারা পরিচালিত এক আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি ও তার সঙ্গীরা আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছিলেন আর সেই অঞ্চলে প্রথম মণ্ডলীটি স্থাপন করার বিশেষ সুযোগ তাদের হয়েছিল। (প্রেরিত ১৬:৯, ১০; ১৭:১, ২, ৪) আজকের দিনেও, পৃথিবীব্যাপী ক্ষেত্রের কিছু কিছু জায়গায় আরও বেশি শস্যচ্ছেদনের কর্মীদের প্রকৃতই প্রয়োজন রয়েছে। (মথি ৯:৩৭, ৩৮) আপনি কি সাহায্য করতে পারেন?

২. কেন কেউ কেউ অন্য জায়গায় যাওয়ার বিষয়টা বিবেচনা করেনি?

২ সম্ভবত আপনারও পৌলের মতো মিশনারি হওয়ার মনোভাব রয়েছে কিন্তু অন্য জায়গায় যাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। উদাহরণস্বরূপ, হতে পারে যে, বয়সের কারণে অথবা আপনি একজন অবিবাহিত বোন বলে কিংবা আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকার কারণে আপনার পক্ষে গিলিয়েড প্রশিক্ষণ অথবা অন্যান্য বিশেষ প্রশিক্ষণ লাভ করা সম্ভব নয়। হয়তো অন্য জায়গায় যাওয়ার বিষয়টা আপনি এই কারণে বিবেচনা করেননি যে, অন্য ভাষা শেখার ব্যাপারে আপনার ততটা আস্থা নেই। অথবা আপনি হয়তো অর্থনৈতিক কারণগুলোর জন্য একজন অভিবাসী আর এই কারণে অন্য জায়গায় যেতে ইতস্তত করছেন। কিন্তু, প্রার্থনাপূর্বক বিবেচনা করার পর, আপনি হয়তো দেখবেন যে, এই ধরনের পরিস্থিতিগুলোকে যেখানে প্রয়োজন, সেখানে যাওয়া থেকে আপনাকে বাধা হতে দেওয়া উচিত নয়।

৩. কেন অন্য একটা জায়গায় সফলভাবে প্রচার করার জন্য বিশেষ প্রশিক্ষণ লাভ করা এক আবশ্যিক বিষয় নয়?

৩ বিশেষ প্রশিক্ষণ লাভ করা কি এক আবশ্যক বিষয়? কোন বিষয়টা পৌল ও তার সঙ্গীদেরকে সফল হতে সাহায্য করেছিল? তারা যিহোবা এবং তাঁর আত্মার ওপর নির্ভর করেছিল। (২ করি. ৩:১-৫) তাই, এমনকী আপনার পরিস্থিতিগুলো যদি আপনাকে বিশেষ প্রশিক্ষণ লাভ করার সুযোগ না-ও দেয়, তবুও আপনি অন্য একটা জায়গায় সফলভাবে প্রচার করতে পারেন। এ ছাড়া, এটাও মনে রাখুন যে, আপনি ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা-র মাধ্যমে ক্রমাগত প্রশিক্ষণ লাভ করছেন। আর আপনার যদি বিশেষ কোনো স্কুলে যোগ দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে সেখানে সেবা করার জন্য অন্য জায়গায় চলে যাওয়া আপনাকে মূল্যবান অভিজ্ঞতা প্রদান করবে, যেটাকে আপনি পরে কাজে লাগাতে পারেন যদি আপনি অতিরিক্ত প্রশিক্ষণ লাভের জন্য অনুমোদন পান।

৪. কেন বয়স্ক ব্যক্তিদের এরকমটা ধরে নেওয়া উচিত নয় যে, তারা কখনোই অন্য জায়গায় চলে গিয়ে প্রচার করতে পারবে না?

৪ বয়স্ক ব্যক্তিরা: আধ্যাত্মিকভাবে পরিপক্ব বয়স্ক ব্যক্তিরা, যাদের স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো তারা যেখানে প্রয়োজন রয়েছে, সেই জায়গাগুলোতে এক মূল্যবান সম্পদ হতে পারে। আপনি কি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন? কেউ কেউ এমনকী সামান্য পেনশন দিয়ে সেই এলাকায় ভালোভাবে চালিয়ে নেয় যেখানে গুণগত চিকিৎসাসেবার মূল্যসহ তাদের খরচপত্র, যেখান থেকে তারা চলে যাচ্ছে সেখানকার তুলনায় অনেক কম।

৫. অবসরপ্রাপ্ত একজন ভাইয়ের একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করুন, যিনি যেখানে আরও বেশি প্রয়োজন সেখানে সেবা করার জন্য গিয়েছিলেন?

৫ ইংরেজিভাষী দেশের অবসরপ্রাপ্ত একজন ভাই, যিনি একজন প্রাচীন এবং অগ্রগামী, তিনি নয় জনের ইংরেজিভাষী একটা দলকে সাহায্য করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় একটা পর্যটন এলাকায় চলে গিয়েছিলেন। দলটি ৩০,০০০ জন বিদেশির কাছে প্রচার করেছিল, যারা সেই এলাকায় বাস করত। দু-বছরের মধ্যে ৫০ জন সভাগুলোতে যোগদান করছিল। ভাই লিখেছিলেন: “এখানে চলে আসা আমার জন্য সবচেয়ে চমৎকার আশীর্বাদগুলো নিয়ে এসেছে, যেগুলো আগে আমি কখনো উপভোগ করিনি।” আরও যে-অনেক চমৎকার আশীর্বাদ লাভ করেছি, সেগুলো আমি বলে শেষ করতে পারব না!”

৬. একজন অবিবাহিত বোনের একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করুন যে এমন একটা দেশে গিয়েছিল যেখানে আরও বেশি প্রয়োজন ছিল।

৬ অবিবাহিত বোনেরা: যেখানে আরও বেশি প্রয়োজন, সেই এলাকাগুলোতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য যিহোবা বোনদেরকে এক বিস্ময়কর উপায়ে ব্যবহার করেছেন। (গীত ৬৮:১১) একজন অল্পবয়সি অবিবাহিত বোন অন্য এক দেশে তার পরিচর্যাকে বৃদ্ধি করার লক্ষ্য রেখেছিল কিন্তু স্বাভাবিকভাবেই তার বাবা-মা তার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত ছিল। তাই সে এমন একটা দেশ বেছে নিয়েছিল যেটা রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল ছিল, সে শাখা অফিসে লিখেছিল এবং সাহায্যকারী, নির্দিষ্ট তথ্য পেয়েছিল। সেই দেশে ছয় বছর থাকাকালীন সে অনেক আশীর্বাদ উপভোগ করেছিল। সে বলে: “নিজের দেশে বাইবেল অধ্যয়ন করানোর জন্য আমার কমই সুযোগ থাকত। কিন্তু যেখানে আরও বেশি প্রয়োজন, সেখানে সেবা করা আমাকে অনেক বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে ও সত্যিই আমার শিক্ষাদানের দক্ষতাকে গড়ে তুলতে সমর্থ করেছে।”

৭. একটা পরিবারের অভিজ্ঞতার কথা বর্ণনা করুন যারা সেবা করার জন্য অন্য একটা জায়গায় গিয়েছিল।

৭ পরিবারগুলো: আপনার যদি সন্তান থাকে, তাহলে সেটা কি সত্যিই আপনাকে আরও বেশি করে সুসমাচার প্রচার করার জন্য অন্য জায়গায় যাওয়া থেকে বাধা দিচ্ছে? আট ও দশ বছর বয়সি ছেলে-মেয়ে রয়েছে এমন একটা পরিবার চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের অভিজ্ঞতা সম্বন্ধে মা লেখেন: “আমরা আমাদের ছেলে-মেয়েকে এখানে বড়ো করে তুলতে পারার জন্য কৃতজ্ঞ কারণ তারা বিশেষ অগ্রগামী ও মিশনারিদের সঙ্গে মেলামেশা করেছিল। যেখানে আরও বেশি প্রয়োজন, সেখানে সেবা করার কারণে আমাদের জীবন সমৃদ্ধ হয়েছে।”

৮. অন্য একটা ভাষা না শিখেই কি অন্য জায়গায় সেবা করা সম্ভব? ব্যাখ্যা করুন।

৮ ভাষা সম্বন্ধে: অন্য একটা ভাষা শেখার দুশ্চিন্তা কি আপনাকে অন্য একটা জায়গায় যাওয়া থেকে বাধা দিচ্ছে? খুব সম্ভবত আপনার ভাষা অন্যান্য সেই জায়গায় বলা হয়, যেখানে রাজ্য প্রচারকদের আরও বেশি প্রয়োজন রয়েছে। ইংরেজিভাষী এক দম্পতি স্প্যানিশভাষী এক এলাকায় গিয়েছিল যেখানে ইংরেজিভাষী অনেক অভিবাসী রয়েছে। প্রকাশকদের প্রয়োজন ছিল এমন কয়েকটা ইংরেজি মণ্ডলী সম্বন্ধে শাখা অফিস থেকে তথ্য পাওয়ার পর, তারা একটা মণ্ডলী বেছে নিয়েছিল এবং দুবার সেখানে পরিদর্শন করেছিল। তারা বাড়ি ফিরে গিয়ে তাদের মাসিক খরচপত্র কমিয়ে দিয়েছিল এবং এক বছর ধরে অর্থ জমিয়েছিল। তারা যখন সেখানে যাওয়ার জন্য তৈরি ছিল, তখন সেই এলাকার ভাইয়েরা সস্তায় বাড়ি পেতে তাদেরকে সাহায্য করেছিল।

৯, ১০. যারা তাদের নিজের দেশ থেকে অন্য জায়গায় গিয়েছে তারা হয়তো কোন বিষয়টা বিবেচনা করতে পারে এবং কেন?

৯ অভিবাসীরা: সম্ভবত সত্য শেখার আগেই আপনি কি আপনার দেশ থেকে অন্য একটা দেশে অভিবাসী হয়েছিলেন অথবা আপনার দেশের মধ্যেই অন্য জায়গায় গিয়েছিলেন? আপনার নিজের শহরেই বা গ্রামেই হয়তো শস্যচ্ছেদনকারী কর্মীদের বেশি প্রয়োজন রয়েছে। সাহায্য করার জন্য আপনি কি সেখানে ফিরে যাওয়ার বিষয়টা বিবেচনা করতে পারেন? খুব সম্ভবত অন্য দেশের কোনো ব্যক্তির চেয়ে আপনার পক্ষে কাজ ও থাকার জায়গা খুঁজে পাওয়া আরও সহজ হবে। সম্ভবত ইতিমধ্যেই আপনি স্থানীয় ভাষা জানেন। এ ছাড়া, লোকেরা হয়তো বিদেশি হিসেবে দেখে থাকে এমন কারো দ্বারা বলা রাজ্যের বার্তা শোনার চেয়ে আপনার দ্বারা বলা বার্তাকে শুনতে আরও বেশি ইচ্ছুক হবে।

১০ একজন ব্যক্তি শরণার্থী হিসেবে আলবেনিয়া থেকে ইতালিতে গিয়েছিলেন, একটা ভালো চাকরি পেয়েছিলেন এবং আলবেনিয়াতে তার পরিবারের কাছে টাকা পাঠাচ্ছিলেন। সত্যে আসার পর, তিনি ইতালি ভাষার বিশেষ অগ্রগামীদের এক দলকে আলবেনীয় ভাষা শেখাতে শুরু করেছিলেন, যারা যেখানে আরও বেশি প্রয়োজন সেখানে সেবা করার জন্য আলবেনিয়া যাচ্ছিল। ভাই লেখেন: “আমি যে-এলাকা ছেড়ে এসেছিলাম, তারা সেখানে যাচ্ছিল। তারা সেখানকার ভাষা জানত না তবুও সেখানে যাওয়ার জন্য তারা রোমাঞ্চিত ছিল। আমার ভাষা এবং সংস্কৃতি ছিল আলবেনীয়। ইতালিতে আমি কী করছিলাম?” সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করার জন্য ভাই আলবেনিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন: “ইতালিতে চাকরি ও টাকাপয়সা ছেড়ে আসার জন্য আমি কি আপশোস করি? একেবারেই নয়! আলবেনিয়াতে আমি প্রকৃত কাজ খুঁজে পেয়েছি। আমার মতে, যে-কাজ সত্যিই গুরুত্বপূর্ণ ও স্থায়ী আনন্দ নিয়ে আসে, তা হল আপনার যা-কিছু আছে সমস্তকিছু দিয়ে যিহোবার সেবা করা!”

১১, ১২. যারা যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার বিষয়টা বিবেচনা করছে, তাদের কী করা উচিত?

১১ যে-ভাবে তা করা যায়: মাকিদনিয়াতে যাওয়ার আগে, পৌল ও তার সঙ্গীদের লক্ষ্য ছিল পশ্চিমাঞ্চলে যাত্রা করা কিন্তু তারা “পবিত্র আত্মাকর্ত্তৃক নিবারিত হইয়াছিলেন,” তাই তারা উত্তর দিকে গিয়েছিল। (প্রেরিত ১৬:৬) তারা যখন বিথুনিয়ার কাছাকাছি এসেছিল, তখন যিশু তাদেরকে থামিয়ে দিয়েছিলেন। (প্রেরিত ১৬:৭) যিশুর মাধ্যমে, যিহোবা ক্রমাগত প্রচার কাজের দেখাশোনা করে চলেছেন। (মথি ২৮:২০) তাই, আপনি যদি যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করার বিষয়টা বিবেচনা করছেন, তাহলে প্রার্থনাপূর্বক যিহোবার নির্দেশনা চান।—লূক ১৪:২৮-৩০; যাকোব ১:৫; “আপনি যে-এলাকার বিষয় বিবেচনা করছেন, সেখানে প্রয়োজন রয়েছে কি না যেভাবে তা জানতে পারেন” শিরোনামের বাক্সটা দেখুন।

১২ বিদেশি কার্যভারে যাওয়া আপনার উচিত কি না সেই বিষয়ে আপনার প্রাচীনদের ও অন্য পরিপক্ব খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করুন। (হিতো ১১:১৪; ১৫:২২) যেখানে আরও বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করা সম্বন্ধে আমরা যে-বিষয়বস্তু প্রকাশ করেছি তা পড়ুন আর আপনি বিবেচনা করছেন এমন যেকোনো এলাকার ওপর গবেষণাও করুন। যে-জায়গায় আপনি যাওয়ার ব্যাপারে আগ্রহী, আপনি কি সেই জায়গা পরিদর্শন করতে পারেন, সম্ভবত মাত্র কয়েক দিনের চেয়ে আরও বেশি দিন ধরে ঘুরে দেখতে পারেন? আপনি যদি সত্যি সত্যিই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা চিন্তা করছেন, তাহলে আপনি হয়তো আরও তথ্যের জন্য শাখা অফিসকে লিখতে পারেন। তবে, আপনার চিঠিটি সরাসরিভাবে শাখা অফিসে না পাঠিয়ে বরং সেটি আপনার স্থানীয় প্রাচীনদের কাছে দিন, যারা চিঠিটি পাঠানোর আগে সেটিতে তাদের মন্তব্য যোগ করবেন।—২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ ও ৪ পৃষ্ঠা দেখুন।

১৩. কীভাবে শাখা অফিস আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার কোন দায়িত্ব রয়েছে?

১৩ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করার জন্য শাখা অফিস আপনাকে সাহায্যকারী তথ্য পাঠাবে, তবে শাখা অফিস আপনার জন্য আইন সংক্রান্ত ফর্ম অথবা ডকুমেন্ট দিতে কিংবা থাকার জায়গা খুঁজে দিতে পারবে না। এগুলো হল ব্যক্তিগত কিছু বিষয় যেগুলোকে আপনার অন্য জায়গায় যাওয়ার আগে আপনাকে মনোযোগপূর্বক বিবেচনা করতে হবে। যারা অন্য জায়গায় যায়, তাদেরকে নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন ও আইন সংক্রান্ত চাহিদাগুলোর দেখাশোনা করার অবস্থায় থাকা উচিত।—গালা. ৬:৫.

১৪. যে-দেশে কাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই দেশ পরিদর্শন করা অথবা সেখানে যাওয়ার সময় কোন সাবধানতাগুলো অবলম্বন করা উপযুক্ত?

১৪ যে-দেশগুলোতে কাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে: কিছু কিছু দেশে স্থানীয় ভাইবোনেদেরকে তাদের উপাসনার ব্যাপারে খুবই বিচক্ষণ হতে হবে। (মথি ১০:১৬) যে-প্রকাশকরা সেই জায়গা পরিদর্শন করে অথবা সেখানে যায় তারা অজান্তেই আমাদের কাজের প্রতি অযথা মনোযোগ আকর্ষণ করতে এবং স্থানীয় ভাইবোনদেরকে বিপদের মুখে ফেলতে পারে। আপনি যদি এইরকম একটা দেশে যাওয়ার কথা বিবেচনা করছেন, তাহলে যাওয়ার আগে দয়া করে প্রাচীনগোষ্ঠীর মাধ্যমে আপনার স্থানীয় শাখা অফিসকে লিখুন।

১৫. কীভাবে যাদের অন্য জায়গায় যাওয়ার পরিস্থিতি নেই, তারা স্থানীয়ভাবে তাদের পরিচর্যাকে বৃদ্ধি করতে পারে?

১৫ আপনি যদি যেতে না পারেন: আপনি যদি দূরবর্তী কোনো জায়গায় যেতে না পারেন, তাহলে নিরুৎসাহিত হবেন না। হয়তো আরেকটা ‘বৃহৎ ও কার্য্যসাধক দ্বার’ আপনার জন্য খোলা রয়েছে। (১ করি ১৬:৮, ৯) আপনার সীমা অধ্যক্ষ হয়তো সেই এলাকাগুলো সম্বন্ধে জানেন, যেগুলো আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আপনি হয়তো কাছাকাছি কোনো মণ্ডলী অথবা দলকে সাহায্য করতে পারেন। অথবা আপনি হয়তো আপনার বর্তমান মণ্ডলীতে আপনার পরিচর্যাকে বৃদ্ধি করতে পারেন। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ বিষয়টা হল যে, আপনি মনপ্রাণ দিয়ে আপনার উপাসনা করছেন।—কল ৩:২৩.

১৬. যেখানে আরও বেশি প্রয়োজন, সেখানে গিয়ে যারা সেবা করতে চায়, তাদের প্রতি আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?

১৬ আপনি কি আধ্যাত্মিকভাবে পরিপক্ব এমন কোনো খ্রিস্টানকে জানেন যার যেখানে আরও বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবার করার লক্ষ্য রয়েছে? তাহলে তাকে সমর্থন ও উৎসাহিত করুন! পৌল যখন সুরিয়ার আন্তিয়খিয়া ছেড়ে চলে এসেছিলেন, সেই সময়ে রোমীয় সাম্রাজ্যে সেটা তৃতীয় বৃহত্তম নগর (রোম ও আলেকজান্দ্রিয়ার পর) ছিল। এইরকম একটা বড়ো এলাকায়, খুব সম্ভবত আন্তিয়খিয়া মণ্ডলীর পৌলের সাহায্যের প্রয়োজন ছিল আর তিনি যদি সেখান থেকে চলে যান, তাহলে খুবই তার অভাব বোধ করবে। কিন্তু বাইবেল এরকম ইঙ্গিত দেয় না যে, সেখানকার ভাইয়েরা চলে যাওয়ার ব্যাপারে পৌলকে নিরুৎসাহিত করেছিল। বরং মনে হয় যে, তারা কেবল তাদের নিজের এলাকার কথা চিন্তা না করে বরং মনে রেখেছিল যে, “ক্ষেত্র জগৎ।”—মথি ১৩:৩৮.

১৭. ‘পার হইয়া মাকিদনিয়াতে আসিবার’ কোন কারণগুলো বিবেচনা করা দরকার?

১৭ পার হয়ে মাকিদনিয়াতে আসার আমন্ত্রণের প্রতি সাড়া দেওয়ার জন্য পৌল ও তার সঙ্গীরা প্রচুররূপে আশীর্বাদ লাভ করেছিল। মাকিদনিয়ার নগর ফিলিপীতে থাকার সময় তারা লুদিয়াকে খুঁজে পেয়েছিল এবং “[ঈশ্বর] তাঁহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন।” (প্রেরিত ১৬:১৪) লুদিয়া ও তার পুরো পরিবার যখন বাপ্তাইজিত হয়েছিল, তখন পৌল ও তার মিশনারি সঙ্গীদের সেই আনন্দের কথা কল্পনা করুন! অনেক দেশে লুদিয়ার মতোই সৎহৃদয়ের ব্যক্তিরা রয়েছে, যাদের কাছে এখনও রাজ্যের বার্তা নিয়ে যাওয়া হয়নি। আপনি যদি ‘পার হইয়া মাকিদনিয়াতে আসেন,’ তাহলে আপনি হয়তো তাদেরকে খুঁজে পাওয়ার ও সাহায্য করার আনন্দ লাভ করতে পারবেন।

[৫ পৃষ্ঠার বাক্স]

আপনি যে-এলাকার বিষয় বিবেচনা করছেন, সেখানে প্রয়োজন রয়েছে কি না যেভাবে তা জানতে পারেন

• আপনার মণ্ডলীর প্রাচীনদের ও আপনার সীমা অধ্যক্ষের সঙ্গে কথা বলুন।

• সেই প্রকাশকদের সঙ্গে কথা বলুন যারা সেই এলাকা পরিদর্শন করেছে অথবা সেখানে থেকেছে।

• আপনি যদি এমন একটা এলাকার বিষয় বিবেচনা করছেন যেটা আপনাকে আপনার মাতৃভাষায় প্রচার করার সুযোগ দেবে, তাহলে জাগতিক উৎসগুলো, যেমন ইন্টারনেট, পরীক্ষা করুন এটা দেখার জন্য যে, সেই এলাকায় কত লোক আপনার ভাষায় কথা বলে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার