যিহোবা আমাদের এই কাজের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন
১. যিহোবা যখন মানুষকে কোনো কার্যভার দেন, তখন তিনি সেইসঙ্গে কী দেন?
১ যিহোবা যখন মানুষকে কোনো কার্যভার দেন তখন তিনি সেই কার্যভার পূরণ করার জন্য প্রয়োজনীয় সাহায্যও দেন। উদাহরণস্বরূপ, যিহোবা যখন নোহকে এক জাহাজ নির্মাণ করতে বলেছিলেন, যা নোহ আগে কখনো করেননি, তখন তিনি তাকে এটাও বলে দিয়েছিলেন যে, কীভাবে তা করতে হবে। (আদি. ৬:১৪-১৬) যখন নম্র মেষপালক মোশিকে ইস্রায়েলের প্রাচীনবর্গ এবং ফরৌণের কাছে যাওয়ার কার্যভার দেওয়া হয়েছিল, তখন যিহোবা তাকে এই আশ্বাস দিয়েছিলেন: “আমি তোমার মুখের সহবর্ত্তী হইব, ও কি বলিতে হইবে, তোমাকে জানাইব।” (যাত্রা. ৪:১২) যখন আমাদের সুসমাচার প্রচার করার কার্যভারের বিষয়টা আসে তখনও যিহোবা আমাদের নির্দেশনা দেন যে, কীভাবে তা করতে হবে। তিনি ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা-র দ্বারা এই কাজের জন্য আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি?
২. কীভাবে আমরা ঐশিক পরিচর্যা বিদ্যালয় থেকে উপকার লাভ করতে পারব?
২ ঐশিক পরিচর্যা বিদ্যালয়: প্রতিটা সভায় উপস্থিত হওয়ার আগে তালিকাবদ্ধ বিষয়বস্তুগুলো পড়ুন ও অধ্যয়ন করুন। এর ফলে আপনি যখন দেখবেন যে, ছাত্রছাত্রী কীভাবে তাদের বক্তৃতায় এই তথ্যটা ব্যবহার করছে তখন কীভাবে শিক্ষা দিতে হয়ে সেই বিষয়ে আপনার বোধগম্যতা আরও বৃদ্ধি পাবে। (হিতো. ২৭:১৭) আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় পুস্তিকাটি সভায় নিয়ে আসুন। ছাত্র বা ছাত্রীর প্রতিটা বক্তৃতার পর বিদ্যালয় অধ্যক্ষ যখন এটির প্রতি নির্দেশ করেন তখন আপনি যে-মূল বিষয়গুলো প্রয়োগ করতে চান সেগুলোতে দাগ দিন এবং নোট নিন। কিন্তু এই বিদ্যালয় থেকে উপকার লাভ করার সর্বোত্তম উপায় হল এতে অংশগ্রহণ করা। আপনি কি নাম লিখিয়েছেন? আপনি যখন কোনো বক্তৃতা দেওয়ার কার্যভার পান, তখন ভালোভাবে প্রস্তুত করুন এবং আপনি যে-পরামর্শ পান তা প্রয়োগ করুন। আপনি যা শিখেছেন তা পরিচর্যায় ব্যবহার করুন।
৩. পরিচর্যা সভা থেকে উপকার লাভ করতে কী আমাদেরকে সাহায্য করবে?
৩ পরিচর্যা সভা: বিষয়বস্তু আগে থেকে পড়ার এবং মন্তব্যের জন্য প্রস্তুত হওয়ার দ্বারা আমরা এই সভায় উপস্থাপিত পরামর্শগুলো আরও ভালো করে মনে রাখতে পারব। আমরা যদি আমাদের মন্তব্যগুলোকে সংক্ষিপ্ত রাখি, তাহলে আরও অনেকে অংশ নিতে পারবে। নমুনাগুলোর প্রতি ভালোভাবে মনোযোগ দিন এবং আপনার পরিচর্যাকে আরও কার্যকারী করে তুলবে বলে মনে করেন এমন যেকোনো পরামর্শকে ব্যবহার করুন। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে মুখ্য প্রবন্ধগুলোর একটা কপি ভবিষ্যৎ রেফারেন্সের জন্য রেখে দিন।
৪. কেন আমাদের ঐশিক প্রশিক্ষণের সদ্ব্যবহার করা উচিত?
৪ নোহ ও মোশিকে দেওয়া কার্যভারের মতোই, সমুদয় জগতে সুসমাচার প্রচার করার আমাদের কার্যভারও প্রতিদ্বন্দ্বিতামূলক। (মথি ২৪:১৪) আমরা যদি আমাদের সর্বমহান শিক্ষক যিহোবার ওপর নির্ভর করি এবং তিনি যে-প্রশিক্ষণ দেন সেটার সদ্ব্যবহার করি, তাহলে আমরা সফল হতে পারব।—যিশা. ৩০:২০.