একজন উত্তম শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ
১. একজন উত্তম শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী?
১ কোন বিষয়টা একজনকে উত্তম বাইবেল শিক্ষক হতে সমর্থ করে? জাগতিক শিক্ষা? অভিজ্ঞতা? সহজাত সক্ষমতা? প্রকৃতপক্ষে, এটা হল সেই একই গুণ যেটা ব্যবস্থাকে পরিপূর্ণ করে, যেটা যিশুর শিষ্যদেরকে শনাক্ত করে এবং যেটা যিহোবার প্রধান গুণগুলোর মধ্যে সবচেয়ে মুখ্য ও আবেদনময় গুণ। (যোহন ১৩:৩৫; গালা. ৫:১৪; ১ যোহন ৪:৮) এটা হল প্রেম। উত্তম শিক্ষকেরা প্রেম প্রদর্শন করে থাকে।
২. কেন লোকেদের প্রতি আমাদের ভালোবাসা দেখানো অতীব গুরুত্বপূর্ণ?
২ লোকেদেরকে ভালোবাসুন: মহান শিক্ষক যিশু লোকেদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন এবং তা তাদেরকে তাঁর কথা শুনতে অনুপ্রাণিত করেছিল। (লূক ৫:১২, ১৩; যোহন ১৩:১; ১৫:১৩) আমরা যদি লোকেদের সম্বন্ধে চিন্তা করি, তাহলে আমরা প্রতিটা সুযোগে সাক্ষ্যদান করব। তাড়না ও উদাসীনতার মতো প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা যাদের কাছে প্রচার করি তাদের প্রতি আমরা অন্তর থেকে ব্যক্তিগত আগ্রহ দেখাব এবং তাদের উদ্বেগগুলোর বিষয় মাথায় রেখে আমরা আমাদের উপস্থাপনাকে খাপ খাইয়ে নেব। আমরা শুধুমাত্র প্রত্যেক বাইবেল ছাত্রের সঙ্গে থাকার সময়ই নয় কিন্তু সেইসঙ্গে প্রতিটা অধ্যয়নের জন্য আমরা যখন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, তখনও সময় করে নেওয়ার জন্য ইচ্ছুক থাকব।
৩. কীভাবে বাইবেলের সত্যগুলোকে ভালোবাসা আমাদেরকে পরিচর্যায় সাহায্য করবে?
৩ বাইবেলের সত্যগুলোকে ভালোবাসুন: যিশু বাইবেলের সত্যগুলোকেও ভালোবেসেছিলেন এবং সেগুলোকে মূল্যবান হিসেবে দেখেছিলেন। (মথি ১৩:৫২) আমরা যদি সত্যকে ভালোবাসি, তাহলে আমরা উদ্যমের সঙ্গে কথা বলব আর এটা আমাদের শ্রোতাদের উৎসাহকে জাগিয়ে তুলতে পারে। এই ধরনের প্রেম আমাদেরকে আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতাগুলোর পরিবর্তে, আমরা যে-মূল্যবান তথ্য প্রদান করছি সেটার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে আর তখন আমরা হয়তো পরিচর্যায় অতটা ঘাবড়ে যাব না।
৪. কীভাবে আমরা ভালোবাসাকে বৃদ্ধি করতে পারি?
৪ ভালোবাসাকে বৃদ্ধি করুন: কীভাবে আমরা লোকেদের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করতে পারি? যিহোবা ও তাঁর পুত্র যে-ভালোবাসা দেখিয়েছেন সেটা সম্বন্ধে এবং আমাদের এলাকার লোকেদের করুণ আধ্যাত্মিক অবস্থা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করার দ্বারা। (মার্ক ৬:৩৪; ১ যোহন ৪:১০, ১১) নিয়মিত ব্যক্তিগত অধ্যয়ন ও ধ্যান করার মাধ্যমে বাইবেলের সত্যগুলোর প্রতি আমাদের ভালোবাসা গভীর হবে। প্রেম হল আত্মার ফলের একটা দিক। (গালা. ৫:২২) তাই, আমরা পবিত্র আত্মার জন্য যিহোবার কাছে বিনতি করতে এবং ভালোবাসায় বৃদ্ধি পেতে আমাদেরকে সাহায্য করার জন্য তাঁর কাছে প্রার্থনা করতে পারি। (লূক ১১:১৩; ১ যোহন ৫:১৪) আমাদের জাগতিক শিক্ষা, সত্য সম্বন্ধে অভিজ্ঞতা অথবা সহজাত সক্ষমতা যাই থাকুক না কেন, ভালোবাসা প্রদর্শন করার দ্বারা আমরা একজন কার্যকারী বাইবেল শিক্ষক হয়ে উঠতে পারি।