আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাবসায়িক এলাকাতে সাক্ষ্যদান করুন
১. আমাদের কাছে যদি ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্যদান করা কঠিন বলে মনে হয়, তাহলে কেন আমাদের হতাশ হওয়া উচিত নয়?
১ আপনার কাছে কি ব্যাবসায়িক এলাকাতে সাক্ষ্যদান করা কঠিন বলে মনে হয়? যদি হয়, তাহলে হতাশ হবেন না কারণ এমনকী পৌল যিনি একজন নির্ভীক এবং সাহসী প্রচারক ছিলেন, তাকেও প্রচার কাজে ‘সাহসী হইতে’ হয়েছিল। (১ থিষল. ২:২) নীচে কিছু সাধারণ প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে এবং যেভাবে সেগুলোর সঙ্গে মোকাবিলা করা যায়, সেই বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়া হল।
২. কর্মচারীদেরকে বিরক্ত করার ব্যাপারে কেন আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই?
২ কাজে বাধাপ্রাপ্ত হলে কি কর্মচারীরা বিরক্ত হবে? অনেক ব্যাবসায়িক এলাকাতে কর্মচারীরা লোকেদেরকে সেবা প্রদান করে থাকে আর তারা আশা করে যে, লোকজন তাদের কাছে আসবে। তারা সাধারণত বিনয়ী হয়ে থাকে, যেহেতু তারা হয়তো আপনাকে একজন সম্ভাব্য কাস্টমার হিসেবে দেখবে। আপনার পরিপাটি পোশাক এবং আন্তরিক ও বন্ধুত্বসুলভ আচরণ তাদেরকে আপনার প্রতি সম্মান দেখাতে উৎসাহিত করবে।
৩. আমরা কীভাবে কাস্টমারদেরকে বিরক্ত করা এড়াতে পারি?
৩ আমাকে কি অনেক কাস্টমারের সামনে উপস্থাপনা তুলে ধরতে হবে? যদি সম্ভব হয়, তাহলে এমন একটা সময় বাছাই করুন, যখন তারা অতিরিক্ত ব্যস্ত থাকে না, হতে পারে যখন তারা সবেমাত্র কাজের জায়গায় কাজ শুরু করেছে। ম্যানেজার বা দোকানের কেরানির কাছে যাওয়ার আগে, সেই ব্যক্তি একা হয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার উপস্থাপনাকে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরুন।
৪. ব্যাবসায়িক এলাকায় আমরা হয়তো কী বলতে পারি?
৪ আমার কী বলা উচিত? সেখানে যদি বেশ কয়েকজন কর্মচারী থাকে, তাহলে দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলুন। আপনি হয়তো বলতে পারেন: “কর্মব্যস্ত লোকেদের ঘরে পাওয়া কঠিন, তাই আমরা আপনার সঙ্গে আপনার কাজের জায়গায় সাক্ষাৎ করতে এসেছি। আমি জানি আপনারা কাজ করছেন, তাই আমি খুব সংক্ষেপে কথা বলব।” আমাদেরকে যেন সেলস্ম্যান ভেবে ভুল না করে, তাই সাধারণত সেই সময় পর্যন্ত দানের ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ না করা ভালো, যতক্ষণ পর্যন্ত না আমাদের জিজ্ঞেস করা হয় যে, আমাদের কাজের জন্য অর্থ কোথা থেকে আসে। কাজের ধরন বিবেচনা করে, আপনি হয়তো অন্য কর্মচারীদের সঙ্গে সংক্ষেপে কথা বলার জন্য ম্যানেজারের কাছে অনুমতি চাইতে পারেন। পুনরায় তাদের কাছে আপনার উপস্থাপনা তুলে ধরুন। যদি মনে হয় যে, কোনো কর্মচারী ব্যস্ত রয়েছেন, তাহলে আপনার উপস্থাপনা সংক্ষিপ্ত করে তাকে একটা ট্র্যাক্ট দিয়ে চলে আসুন। কর্মচারীদের সঙ্গে যদি কথা বলা সম্ভব না হয়, তাহলে আপনি সম্ভবত তাদের বিশ্রাম নেওয়ার জায়গায় অথবা এইরকম অন্য কোনো জায়গায় সাহিত্যাদি রেখে আসতে চাইবেন।
৫. আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাবসায়িক এলাকাগুলোতে সাক্ষ্যদানে অংশ নেওয়ার কোন কারণগুলো রয়েছে?
৫ যিশু এবং পৌল দুজনেই লোকেদের কাছে তাদের ব্যাবসায়িক এলাকায় আত্মবিশ্বাসের সঙ্গে প্রচার করেছিল, তাই আপনিও করতে পারবেন। (মথি ৪:১৮-২১; ৯:৯; প্রেরিত ১৭:১৭) এক শান্ত হৃদয় এবং সাহসের জন্য যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। (প্রেরিত ৪:২৯) ব্যাবসায়িক ক্ষেত্রগুলোতে বেশিরভাগ লোককেই কাজে পাওয়া যায়, তাই এই ফলপ্রসূ উপায়ে কাজ করার জন্য চেষ্টা করে দেখুন না কেন?