স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার অভিযান ১ মার্চ থেকে শুরু হবে
১. কখন আমরা স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার অভিযান শুরু করব আর কেন এই বছর এই অভিযান কিছুটা বেশি সময় ধরে চলবে?
১ আমরা ১ মার্চ, শুক্রবার, আমাদের সঙ্গে স্মরণার্থ সভায় যোগদান করার জন্য অন্যদেরকে আমন্ত্রণ জানানোর বার্ষিক অভিযান শুরু করব। ২৬ মার্চ স্মরণার্থ সভা শুরু হবে, যার মানে হল, এই অভিযান বিগত বছরগুলোর চেয়ে কিছুটা বেশি সময় ধরে চলবে। এতে আরও বেশি লোক আমন্ত্রণ লাভ করার সুযোগ পাবে, বিশেষ করে তারা যদি এমন এলাকায় বাস করে, যেখানে মণ্ডলীর এক বিরাট এলাকা রয়েছে।
২. আমন্ত্রণপত্রগুলো নেওয়ার ও এলাকা শেষ করার জন্য কী ব্যবস্থা করা হয়েছে?
২ সংগঠিত করা: কীভাবে এলাকা শেষ করতে হবে আর যাদেরকে ঘরে পাওয়া যায় না তাদেরকে আমন্ত্রণপত্র দেওয়া উচিত হবে কি না, সেই বিষয়ে প্রাচীনরা নির্দেশনা প্রদান করবে। ঘরে ঘরে প্রচারের এলাকায় আমন্ত্রণপত্রগুলো দেওয়ার পরও যদি কিছু আমন্ত্রণপত্র থেকে যায়, তাহলে সেগুলো হয়তো যেখানে লোকেদের পাওয়া যায়, সেখানে সাক্ষ্যদানের ব্যবস্থা করার মাধ্যমে বিতরণ করা যেতে পারে। পরিচর্যা অধ্যক্ষ এই বিষয়টা নিশ্চিত করবেন যে, প্রকাশকদের নেওয়ার জন্য সাহিত্য অথবা পত্রিকা বিভাগে, স্থান ও সময় উল্লেখ করা আমন্ত্রণপত্রগুলো রাখা হয়েছে কিন্তু সব আমন্ত্রণপত্র একবারে রাখা ঠিক হবে না। এক সপ্তাহে আমাদের যতগুলো আমন্ত্রণপত্র দরকার, ততগুলোই আমাদের নেওয়া উচিত।
৩. আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার সময়, আমাদের কোন বিষয়টা মনে রাখা উচিত?
৩ আমরা কী বলব? কথাবার্তা সংক্ষিপ্ত রাখা ভালো, কারণ তা আমাদেরকে আরও বেশি লোকের কাছে পৌঁছাতে সুযোগ করে দেবে। ৬ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া একটা উপস্থাপনা রয়েছে, যেটাকে আমরা আমাদের এলাকার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। অবশ্য, গৃহকর্তা যদি বন্ধুত্বপরায়ণ হন অথবা প্রশ্ন জিজ্ঞেস করেন, তাহলে তাড়াহুড়ো করার দরকার নেই। সপ্তাহান্তগুলোতে আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার সময় উপযুক্ত হলে, আমাদের পত্রিকাগুলোও অর্পণ করা উচিত। বাইবেল অধ্যয়ন শুরু করার পরিবর্তে, ২ মার্চ, আমরা আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করব।
৪. কেন আমাদের এই অভিযানে উদ্যোগের সঙ্গে অংশ নেওয়া উচিত?
৪ আমরা আশা করছি যে, আমাদের সঙ্গে অনেকেই স্মরণার্থ সভায় যোগদান করবে। সভায় যে-বক্তৃতাটি দেওয়া হবে, সেটি ব্যাখ্যা করবে যে, যিশু আসলে কে। (১ করি. ১১:২৬) তাঁর মৃত্যু কীভাবে আমাদের সাহায্য করে, এই বক্তৃতাটি তা তুলে ধরবে। (রোমীয় ৬:২৩) আর কেন তাঁকে স্মরণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সেটার ওপরও আলোকপাত করবে। (যোহন ১৭:৩) এই অভিযানে আমরা যেন উদ্যোগের সঙ্গে অংশ নিই!