স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান ২২ মার্চ থেকে শুরু হবে
এই বছর স্মরণার্থ সভায় যোগদান করতে অন্যদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের অভিযান শনিবার, ২২ মার্চ থেকে শুরু হবে। সকলকেই পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া, সপ্তাহান্তগুলোতে উপযুক্ত হলে, আমরা নতুন পত্রিকাগুলোও অর্পণ করব। এপ্রিল মাসের প্রথম শনিবারে, আমরা বাইবেল অধ্যয়ন শুরু করার ওপর মনোযোগ না দিয়ে বরং আমন্ত্রণপত্র বিতরণের ওপর মনোযোগ দেব। তবে, খুবই আগ্রহী কোনো ব্যক্তির সঙ্গে যদি আমাদের সাক্ষাৎ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করতে পারি। জনসাধারণ্যে সাক্ষ্যদান করার মাধ্যমে আমন্ত্রণপত্র বিতরণ করা মণ্ডলীকে তার এলাকার অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে কি না, তা পরিচর্যা অধ্যক্ষ নির্ণয় করতে পারেন। আপনি আমন্ত্রণ জানাতে চান এমন ব্যক্তিদের যেমন, আত্মীয়স্বজন, সহকর্মী, সহপাঠী, যাদের সঙ্গে আপনি পুনর্সাক্ষাৎ করেন ও অন্যান্য পরিচিত ব্যক্তিদের একটা তালিকা এখনই তৈরি করুন এবং এই অভিযান শুরু হওয়ার সময় তাদেরকে আমন্ত্রণপত্র দিন। আমরা আশা করছি যে, আমরা যখন প্রেমের দুটো সর্বমহৎ অভিব্যক্তিকে স্মরণ করব, তখন অনেকেই আমাদের সঙ্গে যোগদান করবে।—যোহন ৩:১৬; ১৫:১৩.