আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?
ব্রোশারটি যেভাবে ব্যবহার করা যায় বাইবেল ছাত্রদেরকে সংগঠনের দিকে পরিচালিত করার জন্য নতুন ব্রোশারটি তৈরি করা হয়েছে
১. যিহোবার ইচ্ছা ব্রোশারটির তিনটে উদ্দেশ্য কী?
১ আপনি কি আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে? নামক নতুন ব্রোশারটি ব্যবহার করা শুরু করেছেন? এর উদ্দেশ্য হল, (১) যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়া, (২) তাদেরকে আমাদের কাজকর্ম সম্বন্ধে জানতে সাহায্য করা এবং (৩) কীভাবে আমাদের সংগঠন কাজ করে থাকে, তা তাদেরকে জানানো। যিহোবার ইচ্ছা ব্রোশারটিতে একেকটা পৃষ্ঠায় একেকটা পাঠ রয়েছে, যা প্রত্যেকটা অধ্যয়নের শেষে, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সহজেই আলোচনা করা যেতে পারে।
২. এই ব্রোশারটি যেভাবে তৈরি করা হয়েছে তা এবং এটির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন।
২ যেভাবে এটিকে তৈরি করা হয়েছে: ব্রোশারটিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোর প্রত্যেকটা যিহোবার সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করে, যেমন ওপরে উল্লেখ করা হয়েছে। ২৮টা পাঠের প্রত্যেকটি শিরোনাম প্রশ্নের আকারে লেখা হয়েছে আর এর পরে থাকা মোটা অক্ষরের উপশিরোনামগুলো সেই প্রশ্নের উত্তর দেয়। এই ব্রোশারটিতে থাকা ৫০টারও বেশি দেশের ছবি ও তাতে দেওয়া নামগুলো আন্তর্জাতিকভাবে আমাদের কাজের পরিধিকে প্রকাশ করে। বেশ কিছু পাঠে “আরও জানুন” শিরোনামের বাক্সটা রয়েছে, যাতে এমন কিছু পরামর্শ রয়েছে, যেগুলো অনুসরণ করার জন্য আপনি আপনার ছাত্রকে উৎসাহিত করতে পারেন।
৩. কীভাবে আমরা যিহোবার ইচ্ছা ব্রোশারটি ব্যবহার করতে পারি?
৩ যেভাবে আপনি এটিকে ব্যবহার করতে পারেন: পাঠের শিরোনামের প্রশ্নটির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে শুরু করুন। এরপর, একসঙ্গে পাঠটি পড়ার সময় মোটা অক্ষরের উপশিরোনামগুলোর ওপর জোর দিন। শেষে, পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলো পুনরালোচনা করুন। আপনি একবারে পুরো পাঠটি পড়ে নিয়ে অথবা ভাগে ভাগে পড়ে আলোচনা করতে পারেন। উল্লেখিত কোন শাস্ত্রপদগুলো পড়বেন, তা স্থির করার ব্যাপারে আপনার বিচারবুদ্ধিকে কাজে লাগান। ছবিগুলো এবং “আরও জানুন” শিরোনামের বাক্সগুলো আলোচনা করতে ভুলবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই, পাঠগুলো পর পর আলোচনা করা উচিত। তবে, তাৎক্ষণিক কোনো আগ্রহজনক বিষয় থাকলে, সেই সম্বন্ধে আলোচনা করে এমন কোনো পাঠে যেতে ইতস্তত করবেন না। উদাহরণস্বরূপ, যদি সামনে কোনো সম্মেলন থাকে, তাহলে আপনি ১১ পাঠে চলে যেতে পারেন।
৪. এই নতুন হাতিয়ারটি পেয়ে কেন আপনি খুশি?
৪ আমরা যখন কারোর সঙ্গে বাইবেল অধ্যয়ন করি, তখন আমরা তাকে আমাদের স্বর্গস্থ পিতার সঙ্গে পরিচিত হতে সাহায্য করি। কিন্তু তাকে যিহোবার সংগঠন সম্বন্ধেও শেখানো প্রয়োজন। (হিতো. ৬:২০) এই নতুন হাতিয়ারটি পেয়ে আমরা কতই না খুশি, যেটি তা করতে সহজ করে!