কে এই বিষয়ের প্রতি আগ্রহী হবে?
১. প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার ব্যক্তিগত কপি পড়ার সময় আমরা কী বিবেচনা করব এবং কেন?
১ প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা বিশ্বব্যাপী ক্ষেত্রের কথা মনে রেখে প্রস্তুত করা হয়। তাই, প্রবন্ধগুলোতে অনেক রকম বিষয় তুলে ধরা হয়। আমাদের ব্যক্তিগত কপি থেকে প্রতিটা প্রবন্ধ পড়ার সময় সেই প্রবন্ধ বিশেষভাবে কোন ধরনের ব্যক্তির কাছে আগ্রহজনক হতে পারে তা বিবেচনা করুন আর এরপর সেই ব্যক্তির কাছে এই পত্রিকা অর্পণ করার জন্য একটা বিষয়বস্তু তৈরি করুন।
২. আমাদের পত্রিকায় তুলে ধরা কোন বিষয়গুলো অন্যদের কাছে বিশেষভাবে আগ্রহজনক হতে পারে?
২ চলতি প্রহরীদুর্গ পত্রিকায় কি বাইবেলের এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে-বিষয়ে আপনি ও আপনার সহকর্মী আগে কথা বলেছিলেন? সেখানে কি পারিবারিক জীবনের ওপর কোনো প্রবন্ধ রয়েছে, যা কোনো আত্মীয়ের জন্য সাহায্যকারী হতে পারে? আপনার পরিচিত এমন কোনো ব্যক্তি কি আছেন, যিনি সচেতন থাক! পত্রিকায় তুলে ধরা হয়েছে এমন কোনো দেশে বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন? কোনো একটি পত্রিকা কি আপনার এলাকায় নির্দিষ্ট কোনো ব্যবসায়িক অথবা স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কাছে আগ্রহজনক হবে? উদাহরণস্বরূপ, কোনো পত্রিকায় বয়স্ক ব্যক্তিরা যে-প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় সেগুলো তুলে ধরা হলে, তা বিশেষভাবে নার্সিং হোমগুলোর কাছে আগ্রহজনক হতে পারে। আইন বলবৎকারী প্রতিষ্ঠানগুলো এমন কোনো পত্রিকার প্রতি আগ্রহ দেখাতে পারে, যেখানে অপরাধ সম্বন্ধে তুলে ধরা হয়েছে।
৩. একটা অভিজ্ঞতা বলুন, যা কোনো পত্রিকার নির্দিষ্ট সংখ্যা এমন ব্যক্তিদের কাছে অর্পণ করার মূল্য সম্বন্ধে তুলে ধরে, যাদেরকে আমরা সেই পত্রিকার বিষয়বস্তুর প্রতি আগ্রহী বলে মনে করতে পারি।
৩ ফলাফল: “যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায়” শিরোনামের ২০১১ সালের সচেতন থাক! পত্রিকা, যা বাংলা ভাষায় ব্রোশার হিসেবে প্রকাশ করা হয়েছে, তা পাওয়ার পর তামিলনাড়ুর একটা মণ্ডলী তাদের ক্ষেত্রের এমন কয়েকটা এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে এই পত্রিকা নিয়ে আগে সমস্যা হয়েছে। তারা বিভিন্ন পরিবারের কাছে গিয়ে তাদের বলেছিল যে, তারা “কীভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায় সেই বিষয়ে সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা বিতরণ করছে।” একেবারে প্রথম দিনেই তারা সেই পত্রিকার ২০০টি কপি বিতরণ করেছিল। দু-মাসের মধ্যে তারা এমন বেশিরভাগ এলাকায় কাজ করা শেষ করেছিল, যেখানে প্রায় ছয় বছর ধরে কাজ করা হয়নি এবং তারা সেই পত্রিকার ৬০০-রও বেশি কপি বিতরণ করেছিল।
৪. কেন আমরা পত্রিকাগুলো যত বেশি সম্ভব লোকের কাছে অর্পণ করতে চাই?
৪ আমাদের পত্রিকাগুলো সাম্প্রতিক ঘটনাগুলোর পিছনে প্রকৃত অর্থ সম্বন্ধে আলোচনা করে এবং বাইবেল ও ঈশ্বরের রাজ্যের প্রতি মনোযোগ আকর্ষণ করে। এগুলো হচ্ছে পৃথিবীর একমাত্র পত্রিকা, যেগুলো “পরিত্রাণ ঘোষণা করে।” (যিশা. ৫২:৭) তাই, আমরা যত বেশি সম্ভব লোকের কাছে সেগুলো অর্পণ করতে চাই। তা করার একটা ভালো উপায় হচ্ছে নিজেকে এই প্রশ্ন জিজ্ঞেস করা, ‘কে এই বিষয়ের প্রতি আগ্রহী হবে?’