একটা বিষয় নিয়ে আলোচনা করুন, কিন্তু দুটো পত্রিকাই দিন
আমাদের পত্রিকাগুলোর প্রতিটা সেটে বিভিন্ন ধরনের আগ্রহজনক বিষয় থাকে। প্রতিটা ঘরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার পরিবর্তে, শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করা সাধারণত আরও ভালো। আমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ করি এবং পত্রিকার বিষয়বস্তু আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! পত্রিকার যেকোনোটা থেকে এমন বিষয় বাছাই করতে পারব, যা গৃহকর্তার আগ্রহ জাগিয়ে তুলবে। উদাহরণস্বরূপ, আমরা যদি দেখি ঘরের মধ্যে বাচ্চাদের খেলনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাহলে আমরা হয়তো এমন একটা প্রবন্ধ বাছাই করতে পারি, যেটা পারিবারিক জীবন সম্বন্ধে তুলে ধরে। যদি কোনো পুরুষ দরজার সামনে আসেন, তাহলে আমরা হয়তো এমন কোনো বিষয় দেখানোর সিদ্ধান্ত নিতে পারি, যে-বিষয়ে অধিকাংশ পুরুষই আগ্রহ দেখায় যেমন, উত্তম সরকার। যদিও আমরা হয়তো শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তাহলে আমাদের সাধারণত দুটো পত্রিকাই দিয়ে আসা উচিত।