উদ্যোগের সঙ্গে একে অন্যকে ভালো কাজ করার জন্য উদ্দীপিত করুন
ইব্রীয় ১০:২৪ পদ আমাদেরকে ‘পরস্পর মনোযোগ করিতে’ উৎসাহ দেয়, “যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি।” আমরা উদাহরণ স্থাপন করার এবং আমাদের বিশ্বাস সম্বন্ধে বলার মাধ্যমে ভাই-বোনদের উদ্দীপিত করতে পারি। মণ্ডলীর অন্যদেরকে আপনার ভালো অভিজ্ঞতাগুলো সম্বন্ধে বলুন। কিন্তু, তাদের সঙ্গে নিজেকে কিংবা অন্যদেরকে তুলনা করা এড়িয়ে চলুন। (গালা. ৬:৪) আপনার দক্ষতাকে অন্যদের অপরাধবোধের সঙ্গে সৎক্রিয়া করতে নয় বরং ‘প্রেমের’ সঙ্গে “সৎক্রিয়া” করতে উদ্দীপিত করার জন্য ব্যবহার করুন। (পরিচর্যা বিদ্যালয়, ইংরেজি, বইয়ের ১৫৮ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদ দেখুন) আমরা যদি অন্যদের প্রেম করার জন্য উদ্দীপিত করি, তাহলে এরপর তারা ভালো কাজ, যেমন অন্যদেরকে আর্থিকভাবে সাহায্য করা এবং প্রচার কাজ করার জন্যও উদ্দীপিত হবে।—২ করি. ১:২৪.