ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০২ পৃষ্ঠা ৩-৪
  • ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সকলের প্রতি সৎকর্ম্ম কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০২ পৃষ্ঠা ৩-৪

‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হোন’

১ প্রেরিত পৌল তার উদ্যোগী পরিচর্যার শেষ বছরগুলোতে, তীমথিয় ও তীতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তাদের প্রত্যেককে, তিনি একইরকম উৎসাহ দিয়ে চিঠি লিখেছিলেন। তিনি তীতকে বলেছিলেন, “যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎকার্য্যে ব্যাপৃত হইবার চিন্তা” করে। (তীত ৩:⁠৮) তিনি তীমথিয়কে বলেছিলেন যে, যারা ঈশ্বরের ওপর তাদের আশা রাখে তাদের ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হওয়া’ উচিত। (১ তীম. ৬:​১৭, ১৮) আমাদের সকলের জন্য এটা কত চমৎকার উপদেশ! কিন্তু কী আমাদেরকে নিজেদের জীবনে ভাল কাজ করতে প্রেরণা দেবে? আর সামনের দিনগুলোতে কোন্‌ বিশেষ কাজগুলো আমরা করতে পারি?

২ সঠিক কাজগুলোতে ধনবান হওয়ার প্রেরণা আসে যিহোবার ওপর আমাদের বিশ্বাস এবং তাঁর প্রতি ভালবাসা ও তিনি আমাদেরকে যে-অপূর্ব আশা দিয়েছেন তার থেকে। (১ তীম. ৬:১৯; তীত ২:১১) বিশেষ করে বছরের এই সময়ে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, যিহোবা তাঁর পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে যীশু তাঁর পিতাকে নির্দোষ বলে প্রমাণ করতে এবং সমস্ত যোগ্য মানুষের জন্য অনন্ত জীবনের পথ খুলে দিতে পারেন। (মথি ২০:২৮; যোহন ৩:১৬) ২৮শে মার্চ খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভা উদ্‌যাপনে এটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। অনন্ত জীবন পাওয়ার যে-আশা আমাদের রয়েছে সেটার প্রতি সাড়া দিয়ে আমরা কি ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হইবার জন্য’ যথাসাধ্য করতে অনুপ্রাণিত হই না? অবশ্যই আমরা হই! কোন্‌ কাজগুলো আমরা এখন করতে পারি?

৩ মার্চ ও পরের মাসগুলোতে যে-ভাল কাজগুলো করার আছে: অবশ্যই, আমরা স্মরণার্থক সভায় উপস্থিত থাকব, যেটা সারা পৃথিবীর যিহোবার সাক্ষিদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। (লূক ২২:১৯) কিন্তু এই অনুষ্ঠানের আনন্দ আমরা যত বেশি লোকেদের সঙ্গে সম্ভব ভাগ করে নিতে চাই। ২০০২ সালের বর্ষপুস্তক (ইংরেজি)-এ পরিচর্যার রিপোর্ট দেখুন আর আপনি দেখতে পাবেন যে গত বছর সারা পৃথিবীতে অনেক দেশে, স্মরণার্থক সভায় উপস্থিতির সংখ্যা প্রকাশকদের সংখ্যার তিনগুণ, চারগুণ, পাঁচগুণ অথবা তারও বেশি ছিল। পুরো এলাকার সকলের কাছে স্মরণার্থক সভার আমন্ত্রণপত্র পৌঁছে দিতে মণ্ডলীর সকলের নিশ্চয়ই কঠোর প্রচেষ্টা করতে হয়েছিল। তাই, এখন থেকে ২৮শে মার্চের মধ্যে আমরা স্মরণার্থক সভায় লোকেদেরকে আমন্ত্রণ জানাতে, পরিত্রাণের আশা সম্বন্ধে শিখতে তাদেরকে সাহায্য করতে যথাসম্ভব সময় দিতে চাই।

৪ এপ্রিল মাসে স্কুলগুলোতে ছুটি থাকে বলে ছেলেমেয়ে ও বাবামায়েরা উভয়েই খুশমেজাজে থাকে আর তাদের হাতেও অনেক অবসর সময় থাকে। কীভাবে আমরা এই সুযোগগুলোকে “সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌” হওয়ার জন্য কার্যকারীভাবে কাজে লাগাতে পারি? “সৎক্রিয়াতে উদ্যোগী” হয়ে সুসমাচার প্রচার কাজে উদ্যোগের সঙ্গে অংশ নিয়ে। (তীত ২:১৪; মথি ২৪:১৪) আপনি যদি মার্চ মাসে অগ্রগামীর কাজ করতে না পারেন, তা হলে আপনি কি এপ্রিল এবং/অথবা মে মাসে তা করতে পারেন? আপনি যদি মার্চ মাসে অগ্রগামীর কাজ করছেন, তা হলে আপনি কি তা চালিয়ে যেতে পারেন?

৫ যারা চাকরি করেন তারা দেখেছেন যে, চাকরিতে যাওয়ার পথে তারা রাস্তায় সাক্ষ্য দিতে অথবা যে-ব্যবসা-প্রতিষ্ঠানগুলো খুব সকালে খুলে যায় সেখানকার কর্মচারীদের সঙ্গে এক ঘন্টা বা তারও বেশি সময় কথা বলতে পারেন। অন্যেরা তাদের দুপুরের খাবারের সময়কে সাক্ষ্য দেওয়ার কাজে লাগান। কেউ কেউ দেখেছেন যে ওই সময়ে বাইবেল অধ্যয়ন পরিচালনা করা সম্ভব হয়েছে। এমনকি অনেক বিবাহিত বোনেরা স্কুল খোলা থাকার সময়েও পরিচর্যার জন্য সময় আলাদা করে রাখতে পেরেছেন আর স্কুল ছুটির সময়ে আরও বেশি। এক এক দিন একটু সকাল সকাল উঠে গৃহস্থালীর কাজকর্ম সেরে ফেললে, তাদের কাছে দিনের বেলায় প্রচার ও শিক্ষা দেওয়ার কাজের জন্য আরও বেশি সময় থাকে।​—⁠ইফি. ৫:​১৫, ১৬.

৬ এমনকি আপনি যদি সহায়ক অগ্রগামীর কাজ না-ও করতে পারেন, তবুও পরিচর্যায় একটু বেশি অংশ নিতে আপনি হয়তো ব্যক্তিগত একটা তালিকা বানাতে পারেন, ‘পরের উপকার করিতে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হইতে, দানশীল হইতে’ এবং অন্যদের সঙ্গে সত্য ‘সহভাগীকরণে তৎপর হইতে’ আপনি যথাসাধ্য করতে পারেন।​—⁠১ তীম. ৬:⁠১৮.

৭ শিষ্যকরণের উত্তম কাজকে মনে রাখুন: প্রতি বছর আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থক সভায় আসেন। যারা সভায় আসেন অথচ এখনও অধ্যয়ন করছেন না এরকম লোকেদের প্রতি মণ্ডলীর কেউ কি মনোযোগ দিতে পারেন? তাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি করতে সাহায্য করার লক্ষ্য নিয়ে তাদের সঙ্গে কি পুনর্সাক্ষাৎ করা যেতে পারে? স্মরণার্থক সভায় যোগদানকারীদের কেউ কেউ হয়তো সাক্ষিদের আত্মীয় হতে পারেন। অন্যেরা হয়তো সেই ব্যক্তি যারা আগে অধ্যয়ন করেছেন এবং যাদের অধ্যয়ন শুরু করার ও নিয়মিত সভাগুলোতে যোগদান করার জন্য কেবল উৎসাহের দরকার। আমাদের সঙ্গে তাদেরকে যিহোবার সক্রিয় সেবক হতে দেখা আমাদের জন্য কী আনন্দই না নিয়ে আসে!

৮ মার্চ এবং তার পরের মাসগুলোতে পরিচর্যায় বেশি করে অংশ নিয়ে, খুব সম্ভবত আমরা আরও আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করতে চলেছি, যাদের কাছে আবার ফিরে যাব। তাদের কাছে একটা প্রশ্ন রেখে আসার চেষ্টা করুন। বলুন যে, পরের বার সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা যখন তা করি, তখন এক পুনর্সাক্ষাতের পথ খুলে যাবে। যত তাড়াতাড়ি আমরা পুনর্সাক্ষাৎ করব, ততই ভাল। প্রথম সাক্ষাতে আমরা যদি বাইবেল অধ্যয়ন আরম্ভ করতে না পারি, তা হলে সম্ভব হলে এর পরের সাক্ষাতেই তা শুরু করার চেষ্টা করতে চাইব।

৯ রাস্তায় সাক্ষ্য দেওয়ার সময়, লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করার বিষয়ে আমাদের সজাগ থাকা দরকার। অনেক প্রকাশক রাস্তায় সাক্ষ্য দেওয়ার সময় যে-আগ্রহী ব্যক্তিদের সঙ্গে তাদের দেখা হয়েছিল তাদের নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর পেয়েছেন। যে-ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তিনি যদি আপনার এলাকায় না থাকেন, তা হলে কিংডম হল থেকে দয়া করে দেখা করুন (S-43) ফর্মটা নিয়ে পূরণ করে মণ্ডলীর সচিবকে দিন, যিনি সেটাকে সেই মণ্ডলীতে পাঠিয়ে দেবেন যেখানে ওই ব্যক্তি থাকেন। সচিব যদি তা করতে না পারেন, তা হলে সেটার ব্যবস্থা করার জন্য তিনি শাখা অফিসে পাঠিয়ে দেবেন। এভাবে আগ্রহ জাগিয়ে তোলা যেতে পারে।

১০ ঠিকানা না পেয়ে যদি টেলিফোন নম্বর পাওয়া যায়, তা হলে ফোন করে সেই ব্যক্তির সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন। আপনি কোন্‌ বিষয় নিয়ে আলোচনা করতে চান, তা আগে থেকে প্রস্তুত করুন। সাহায্যের জন্য হাতের কাছে যুক্তি (ইংরেজি) বই রাখুন। কেউ কেউ টেলিফোনে লোকেদের সঙ্গে অধ্যয়ন করে ভাল ফল পাচ্ছেন আর এর মধ্যে সেই ব্যক্তিরা রয়েছেন যাদেরকে ঘরে পাওয়া তাদের পক্ষে মুশকিল ছিল। একজন বোন এক আগ্রহী ভদ্রমহিলার কাছ থেকে টেলিফোন নম্বর জানতে শুরু করেছিলেন, যার সঙ্গে ঘরে-ঘরে পরিচর্যায় তার দেখা হয়েছিল আর এর ফলে তিনি দুটো বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন।

১১ নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করতে প্রাচীনদের সঙ্গে সহযোগিতা করুন: এই ব্যক্তিদের প্রতি প্রেমপূর্ণ মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রাচীনরা খুবই আগ্রহী। এদের কিছুজন নিজে থেকে এগিয়ে এসে ইতিমধ্যে মণ্ডলীর সভাগুলোতে আবার আসতে শুরু করেছেন। গীতসংহিতা ৯১ অধ্যায়ে যে-আধ্যাত্মিক নিরাপত্তার কথা বর্ণনা করা আছে, তা পেতে হলে যিহোবার সংগঠনের সঙ্গে যে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা দরকার, সেটা তারা বুঝতে পেরেছেন। তাদের কেউ কেউ আবার ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য তৈরি। অন্যান্য নিষ্ক্রিয় ব্যক্তিরা যদি এই মাসে স্মরণার্থক সভায় যোগ দেন, তা হলে তারা হয়তো ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের প্রস্তাবে রাজি হবেন। যদি তাই হয়, তা হলে সাহায্য চান এমন ব্যক্তিদের সঙ্গে অধ্যয়ন করার জন্য প্রাচীনরা ব্যবস্থা করবেন। এ ব্যাপারে সাহায্য করার জন্য যদি আপনাকে আমন্ত্রণ জানানো হয়, তা হলে আপনার সেই সহযোগিতাকে খুবই উপলব্ধি করা হবে।​—⁠রোমীয় ১৫:​১, ২.

১২ “সৎকার্য্যে ব্যাপৃত” থাকুন: একমাস অথবা তারও বেশি সময় সহায়ক অগ্রগামীর কাজ করেছেন এমন অনেকেই দেখেছেন যে, পরবর্তী মাসগুলোতে তাদের ক্ষেত্রের কাজ বৃদ্ধি পেয়েছে। তারা সেই সব আগ্রহী লোকেদেরকে পেয়েছেন, যাদের কাছে ফিরে যাওয়া প্রয়োজন বলে তারা মনে করেছেন। এই বিষয়টাই তাদেরকে ক্ষেত্রের পরিচর্যায় বের হওয়ার জন্য একটু বেশি চেষ্টা করতে প্রায়ই প্রেরণা দিয়েছে, যাতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আবার দেখা করতে পারেন। কেউ কেউ অধ্যয়ন শুরু করেছেন আর সেটা তাদেরকে পরিচর্যায় আরও বেশি করে অংশ নিতে সাহায্য করেছে।

১৩ তবুও, অন্যেরা প্রচার ও শিষ্য তৈরির কাজে আরও বেশি করে অংশ নিয়ে এতটাই আনন্দ পেয়েছেন যে তারা তাদের অগ্রাধিকারগুলোকে পরীক্ষা করে দেখতে প্রেরণা পেয়েছেন। ফলে, কেউ কেউ চাকরি থেকে আনুষঙ্গিক বিষয়গুলোকে বাদ দিতে পেরেছেন এবং নিয়মিত সহায়ক অগ্রগামী হয়েছেন। অন্যেরা নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করার জন্য নাম লেখাতে পেরেছেন। তারা জগৎ যে-জিনিসগুলো দেয় সেগুলোর ওপর নয় কিন্তু পূর্ণরূপে ঈশ্বরের ওপর তাদের আশা ছেড়ে দিতে পেরেছেন। তারা দেখেছেন যে ‘দানশীল, সহভাগীকরণে তৎপর’ হওয়া যিহোবার কাছ থেকে অনেক আশীর্বাদ নিয়ে এসেছে এবং ‘প্রকৃত জীবন’ উপভোগ করার বিষয়ে তাদের আশাকে মজবুত করেছে। (১ তীম. ৬:​১৮, ১৯) অবশ্য, যখন অনেকেই অগ্রগামীর কাজ করবেন, তখন পুরো মণ্ডলী উপকৃত হবে। অগ্রগামীরা তাদের অভিজ্ঞতাগুলো সম্বন্ধে বলতে আগ্রহী এবং তাদের সঙ্গে পরিচর্যায় অন্যদেরকে অংশ নিতে আমন্ত্রণ জানান আর এটা মণ্ডলীতে আরও জোরালো আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে।

১৪ আসুন আমরা সকলে এই স্মরণার্থক মরশুমে ও তার পরের মাসগুলোতে খ্রীষ্টীয় পরিচর্যায় আরও বেশি করে অংশ নিয়ে ‘সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হই।’ এক ধার্মিক নতুন জগতে আমাদেরকে অনন্ত কাল বেঁচে থাকার আশা দিয়ে যিহোবা যা কিছু করেছেন, আসুন আমরা সেটার প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাই।​—⁠২ পিতর ৩:⁠১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার