নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ অভিযানের জন্য
“এই সময় অনেকে যিশুকে স্মরণ করে এবং চিন্তা করে যে, তিনি কী করেছেন, যা তাঁকে এতটা জনপ্রিয় করে তুলেছে। আমরা আমাদের প্রতিবেশীদের অতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিচ্ছি। এপ্রিল মাসের ৩ তারিখে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক, যিশু খ্রিস্টের মৃত্যু কীভাবে আমাদের উপকৃত করে, সেই বিষয়ে বিনা মূল্যে বাইবেলভিত্তিক এক বক্তৃতা শোনার জন্য একত্রিত হবে। আমরা আপনাকে এই বিশেষ সভার জন্য আমন্ত্রণ জানাতে চাই। কখন ও কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে।”