নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ অভিযানের জন্য
“আমরা অতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করছি। এটা হল যিশু খ্রিস্টের মৃত্যুর উদ্যাপনের অনুষ্ঠান। আপনি হয়তো চিন্তা করবেন কেন এই অনুষ্ঠান গুরত্বপূর্ণ। [উত্তর দেওয়ার সুযোগ দিন। গৃহকর্তা যদি এই বিষয়ের প্রতি আগ্রহ দেখান, তাহলে উপস্থাপনাটা তার সঙ্গে চালিয়ে যান।] এপ্রিল মাসের ১৪ তারিখে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশু খ্রিস্টের মৃত্যু স্মরণ করার জন্য এবং তাঁর মৃত্যু কীভাবে আমাদের উপকৃত করে, সেই বিষয়ে বিনা মূল্যে বাইবেলভিত্তিক এক বক্তৃতা শোনার জন্য একত্রিত হবে। কখন ও কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে।”
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“আমরা সবার সাথে দেখা করছিলাম আর একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যা আমাদের সবাইকে প্রভাবিত করে আর সেটা হল কোনো প্রিয়জনের মৃত্যু। আপনার কী মনে হয়, মৃত্যুতে প্রিয় বন্ধু বা আত্মীয়কে হারানো কি সবচেয়ে কষ্টকর বিষয় নয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা প্রতিজ্ঞার বিষয়ে দেখাতে পারি, যেটা থেকে অনেকে সান্ত্বনা পেয়েছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে যিশাইয় ২৫:৮ পদ পড়ুন।] এই পত্রিকা মৃত্যুকে শেষ করে দেওয়ার এবং আমাদের মৃত প্রিয়জনদের আবারও জীবিত করার বিষয়ে বাইবেলের উৎসাহজনক প্রতিজ্ঞা সম্বন্ধে আলোচনা করে।”