যেভাবে টেবিল এবং ট্রলি ব্যবহার করে সাক্ষ্য দেওয়া যায়
ট্রলি অথবা একটা টেবিল ব্যবহার করে সাক্ষ্য দেওয়া সৎহৃদয়ের ব্যক্তিদের সত্যের প্রতি আকর্ষিত করার ক্ষেত্রে অনেক কার্যকরী বলে প্রমাণিত হচ্ছে। (যোহন ৬:৪৪) তাই, প্রাচীনদের মণ্ডলীর এলাকার মধ্যে এমন জায়গাগুলোতে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার ব্যবস্থা করতে উৎসাহিত করা হয়েছে, যেখানে অনেক পথচারী যাতায়াত করে। যেহেতু টেবিল এবং ট্রলি হল অস্থায়ী প্রদর্শনী, তাই সাধারণত কর্তৃপক্ষের কাছে অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় না। কারা এতে অংশগ্রহণ করার জন্য যোগ্য? যে-প্রকাশকরা উত্তম বিচারবুদ্ধি দেখিয়ে থাকে, সম্মানজনকভাবে আচরণ করে থাকে এবং ভালোভাবে কথোপকথন করতে পারে, তারা এতে অংশগ্রহণ করতে পারে। কী করবেন এবং কী করবেন না, সেই বিষয়ে নীচে একটা তালিকা দেওয়া হল, যা প্রকাশকদের আরও সফল হতে সাহায্য করবে।