বাইবেল শিক্ষা দেয় বইয়ের বৈশিষ্ট্যগুলো কার্যকারীভাবে ব্যবহার করুন
একজন বাইবেল ছাত্র যখন শেখেন যে, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয় আর তিনি সেই শিক্ষা অনুযায়ী কাজ করেন, তখন তিনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পান এবং উত্তম ফল প্রদর্শন করেন। (গীত. ১:১-৩) বাইবেল শিক্ষা দেয় বইয়ের কিছু সাহায্যকারী বৈশিষ্ট্যকে উত্তমরূপে ব্যবহার করে আমরা আমাদের ছাত্রকে উন্নতি করার জন্য সাহায্য করতে পারি।
অধ্যায়ের শুরুতে দেওয়া প্রশ্নগুলো: প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এমন প্রশ্নগুলো রয়েছে, যেগুলোর উত্তর পাঠের মধ্যে দেওয়া আছে। আপনি হয়তো আলোচনার শুরুতে ছাত্রের আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য কোনো উত্তর না চেয়ে এমনিই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন। অথবা আপনি হয়তো প্রত্যেকটা প্রশ্নের উপর সংক্ষেপে মন্তব্য করার জন্য ছাত্রকে বলতে পারেন। যদি তিনি কোনো ভুল উত্তর দেন, তা হলে তাকে সেই সময়ে সংশোধন করার কোনো প্রয়োজন নেই। তার মন্তব্যগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে, অধ্যয়নের সময় কোন বিষয়গুলোর উপর আপনাকে মনোযোগ এবং জোর দিতে হবে।—হিতো. ১৬:২৩; ১৮:১৩.
পরিশিষ্ট: ছাত্র যদি মূল পাঠ্যাংশে দেওয়া বিষয়বস্তু বুঝতে পারেন এবং সেটার সঙ্গে একমত হন, তা হলে আপনি তাকে সেই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত পরিশিষ্টের বিষয়বস্তুটা ব্যক্তিগতভাবে পড়ার জন্য উৎসাহিত করতে পারেন। পরের বার অধ্যয়ন করার সময়, আপনি কয়েক মিনিট সময় নিয়ে দেখতে পারেন যে, ছাত্র বিষয়বস্তুটা বুঝেছেন কি না। কিন্তু, যদি আপনি মনে করেন যে, বিষয়বস্তুটা তার সঙ্গে আলোচনা করলে তিনি উপকার লাভ করবেন, তা হলে অধ্যয়নের সময় পুরো পরিশিষ্টটা অথবা সেটার কিছু অংশ আলোচনা করার জন্য সময় করে নিন। পরিশিষ্ট আলোচনা করার সময় অনুচ্ছেদগুলো পড়ুন এবং আপনি যে-প্রশ্নগুলো তৈরি করে এনেছেন, সেগুলো জিজ্ঞেস করুন।
পুনরালোচনার বাক্স: প্রত্যেক অধ্যায়ের শেষে যে-পুনরালোচনার বাক্স রয়েছে, সেটার মধ্যে শুরুতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর রয়েছে। আপনি এই বৈশিষ্ট্য ব্যবহার করে দেখতে পারেন যে, আপনার ছাত্র মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন কি না এবং তিনি সেগুলো ব্যাখ্যা করতে পারেন কি না। প্রত্যেকটা উত্তর একসঙ্গে জোরে জোরে পড়ুন এবং সেগুলোর সঙ্গে দেওয়া সমস্ত শাস্ত্রপদ পড়ুন। এরপর, ছাত্রকে শাস্ত্রপদ(গুলো) ব্যবহার করে মন্তব্য করতে বলুন যে, কেন উত্তরটা সঠিক।—প্রেরিত ১৭:২, ৩.