ঈশ্বরের বাক্যের গুপ্তধন | হিতোপদেশ ১৭-২১
অন্যদের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করুন
যিহোবার লোকেদের মধ্যে যে-শান্তি রয়েছে, তা কোনো আকস্মিক বিষয় নয়। যখন কোনো মতপার্থক্য দেখা দেয়, তখন আমরা হয়তো জোরালো আবেগ দেখিয়ে ফেলতে পারি কিন্তু ঈশ্বরের বাক্যের পরামর্শ এর চেয়ে আরও বেশি জোরালো।
সমস্যার মুখোমুখি হলে বিশ্বস্ত খ্রিস্টানরা শান্তি বজায় রাখার জন্য . . .
শান্ত থাকে
সমস্ত বিষয় জানার পর উত্তর দেয়
প্রেমের সঙ্গে অধর্ম আচ্ছাদন করে বা অপরাধ ক্ষমা করে