ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ১৭-২১
আপনার চিন্তাভাবনা ও আচরণে রদবদল করার জন্য যিহোবা আপনাকে গঠন করুক
যিহোবা যেভাবে গঠন করেন, সেটার প্রতি ইতিবাচকভাবে সাড়া দিন
যিহোবা আমাদের খ্রিস্টতুল্য গুণাবলিকে পরামর্শ বা শাসনের মাধ্যমে গঠন করেন
আমাদের নমনীয় ও বাধ্য হতে হবে
যিহোবা কখনো আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার জন্য জোর করেন না
একটা পাত্র নিয়ে কী করা হবে, সেই বিষয়ে একজন কুম্ভকার হয়তো নিজের মন পরিবর্তন করতে পারেন
যিহোবা যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তাই আমরা তাঁর দ্বারা গঠিত হওয়া মেনে নিতে পারি কিংবা তা প্রত্যাখ্যান করতে পারি
যিহোবার নির্দেশনার প্রতি লোকেরা যেভাবে সাড়া দেয়, তিনি সেই অনুযায়ী তাদের সঙ্গে তাঁর আচরণে রদবদল করেন