আজারবাইজানে প্রকাশকরা সুসমাচার ব্রোশার অর্পণ করছে
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সজাগ হোন!
প্রশ্ন: কীভাবে সময় ব্যবহার করার ক্ষেত্রে আমরা ভারসাম্য বজায় রাখতে পারি?
শাস্ত্রপদ: উপ ৪:৬
অর্পণ: সজাগ হোন! পত্রিকার এই সংখ্যা অগ্রাধিকারের বিষয়ে ব্যাবহারিক পরামর্শ প্রদান করে।
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
প্রশ্ন: কেন আমরা এখানে আছি?
শাস্ত্রপদ: গীত ৩৭:২৯
সত্য: পৃথিবীতে চিরকাল বাস করার জন্য ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন।
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! (fg) ব্রোশার
প্রশ্ন: কোথায় আমরা সুসংবাদ খুঁজে পেতে পারি বলে আপনার মনে হয়? [আপনি কি সুসংবাদ শুনতে চান? শিরোনামের ভিডিওটা দেখান।]
শাস্ত্রপদ: যিশা ৫২:৭
অর্পণ: এই ব্রোশার “মঙ্গলের সুসমাচার” জানায় কারণ এখানে বাইবেলের এক বার্তা রয়েছে।
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।