জর্জিয়াতে সুখী পরিবার ব্রোশার অর্পণ করা হচ্ছে
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী? (T-32) ট্র্যাক্ট, পিছনের পৃষ্ঠা
প্রশ্ন: আমরা সকলে এক সুখী পারিবারিক জীবন উপভোগ করতে চাই। কিন্তু এর চাবিকাঠি কী? কীভাবে পরিবারের প্রত্যেক সদস্য নিজের ভূমিকা পালন করতে পারে? আমি কি আপনাকে কিছু শাস্ত্রপদ দেখাতে পারি, যেগুলো পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা ভূমিকা সম্বন্ধে ব্যাখ্যা করে?
শাস্ত্রপদ: ইফি ৫:১, ২ অথবা কল ৩:১৮-২১
অর্পণ: এই ট্র্যাক্টে শাস্ত্র থেকে এমন নীতিগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের এক সুখী পারিবারিক জীবন গড়ে তুলতে সাহায্য করে।
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
প্রশ্ন: ঈশ্বরের নাম কী?
শাস্ত্রপদ: যাত্রা ৩:১৫
সত্য: ঈশ্বরের নাম হল যিহোবা।
আপনার পরিবার সুখী হতে পারে (hf) ব্রোশার
ভূমিকা: আমরা পরিবারের বিষয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও দেখাচ্ছি। [আপনার পরিবার সুখী হতে পারে শিরোনামের ভূমিকামূলক ভিডিওটা দেখান।]
অর্পণ: ভিডিওতে যে-ব্রোশার সম্বন্ধে বলা হয়েছে আপনি যদি সেটা পড়তে চান, তা হলে আমি আপনাকে বিনা মূল্যে সেই ব্রোশার দিতে পারি অথবা ওয়েবসাইট থেকে কীভাবে ব্রোশারটা ডাউনলোড করা যায়, তা দেখাতে পারি।
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।