ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মীখা ১-৭
যিহোবা আমাদের কাছ থেকে কী চান?
৬:৬-৮
যিহোবা আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারেন আর তিনি কখনো আমরা যা দিতে সমর্থ তার চেয়ে বেশি আশা করেন না। ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে, ভাই-বোনদের সঙ্গে আমাদের সম্পর্ক সত্য উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি চাই যিহোবা আমাদের বলি গ্রহণ করবেন, তা হলে আমাদের অবশ্যই ভাই-বোনদের সঙ্গে প্রেম ও সম্মান দেখিয়ে আচরণ করতে হবে।