ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ১৮-১৯
নিজের ও অন্যদের বিঘ্নের কারণ না হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন
নিজে বিঘ্ন পাওয়া অথবা অন্যদের জন্য বিঘ্নের কারণ হওয়া যে কতটা গুরুতর বিষয়, তা শিক্ষা দেওয়ার জন্য যিশু বিভিন্ন দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন।
“বিঘ্ন [“বিঘ্নজনক বস্তু,” NW]” বলতে এমন কোনো কাজ অথবা পরিস্থিতিকে বোঝায়, যা একজন ব্যক্তিকে অনুপযুক্ত জীবনধারা অনুসরণ করতে, নৈতিকভাবে হোঁচট খেতে বা পড়ে যেতে কিংবা পাপ করতে প্ররোচিত করে
একজন ব্যক্তি যদি কারো বিঘ্ন জন্মায় বা বিঘ্নের কারণ হয়, তা হলে তার গলায় একটা জাঁতা বেঁধে সমুদ্রে ডুবে যাওয়া তার পক্ষে আরও ভালো
জাঁতা
যিশু তাঁর অনুসারীদের এমনকী হাত অথবা চোখের মতো মূল্যবান কোনো কিছুও সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন, যদি সেটা তাদের জন্য বিঘ্নের কারণ হয়ে পড়ে
এই ধরনের অতি মূল্যবান কোনো কিছু আঁকড়ে ধরে রেখে চিরধ্বংসের প্রতীক “নরকে [“গিহেন্নাতে,” NW]” যাওয়ার চেয়ে, তা ত্যাগ করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা আরও ভালো
কোন বিষয়টা আমার জীবনে বিঘ্নের কারণ হতে পারে আর কীভাবে আমি নিজের ও অন্যদের বিঘ্নের কারণ হওয়া এড়াতে পারি?