ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লূক ১৪-১৬
অপব্যয়ী পুত্রের নীতিগল্প
এই নীতিগল্প থেকে আমরা কয়েকটা শিক্ষা লাভ করি।
আমাদের প্রেমময় স্বর্গীয় পিতার যত্নের অধীনে, ঈশ্বরের লোকেদের সুরক্ষার মধ্যে থাকা বিজ্ঞতার কাজ
আমরা যদি ঈশ্বরের পথ থেকে বিপথে চলে যাই, তা হলে যিহোবা যে আমাদের ক্ষমা করতে ইচ্ছুক, সেই আস্থা নিয়ে আমাদের নম্রভাবে ফিরে আসা উচিত
যারা অনুতপ্ত হয় ও মণ্ডলীতে ফিরে আসে, তাদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আমাদের যিহোবাকে অনুকরণ করা উচিত