খ্রিস্টীয় জীবনযাপন
প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে—সত্যের সঙ্গে আনন্দ করুন
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিশুকে অনুকরণ করে আমাদের অবশ্যই ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে হবে। (যোহন ১৮:৩৭) এ ছাড়া, মিথ্যা ও অধার্মিকতায় পূর্ণ এক জগতে বাস করা সত্ত্বেও আমাদের অবশ্যই সত্যের সঙ্গে আনন্দ করতে হবে, সত্য বলতে হবে এবং সত্য বিষয় নিয়ে বিবেচনা করতে হবে।—১করি ১৩:৬; ফিলি ৪:৮.
যেভাবে এটা করা যায়:
গুজব না শোনার ও তা ছড়িয়ে না দেওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।—১থিষল ৪:১১
অন্যের বিপদ দেখে আনন্দ করবেন না
ইতিবাচক ও উৎসাহজনক বিষয়গুলো নিয়ে আনন্দ করুন
“আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—অধার্মিকতায় নয় বরং সত্যের সঙ্গে আনন্দ করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কোন অর্থে ডেবি ‘অধার্মিকতায় আনন্দ করিয়াছিলেন’?
আ্যলিস কীভাবে ডেবির সঙ্গে কথোপকথনকে এক ইতিবাচক বিষয়ের দিকে নিয়ে গিয়েছিলেন?
কিছু উত্তম বিষয় কী, যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি?
অধার্মিকতায় নয় বরং সত্যের সঙ্গে আনন্দ করুন