ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যোহন ২০-২১
“ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম কর?”
বাইবেলের সময়ে সফল জেলেরা যথেষ্ট পরিমাণ মাছ ধরার জন্য ধৈর্যশীল, কঠোর পরিশ্রমী ও কষ্ট সহ্য করতে ইচ্ছুক ছিল। (প্রহরীদুর্গ ১২ ৮/১ ১৮-২০, ইংরেজি) এই ধরনের গুণ পিতরকে মনুষ্যধারী হওয়ার ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। কিন্তু, পিতরের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল যে, তিনি কোন বিষয়টাকে নিজের জীবনে প্রথমে রাখবেন—তার পছন্দের এক জাগতিক পেশা, না কি যিশুর অনুসারীদের আধ্যাত্মিক খাদ্য দেওয়ার কাজ।
রাজ্যের বিষয়কে প্রথমে রাখার জন্য আপনি কোন কোন রদবদল করেছেন?