ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ২০-২১
যিহোবা সবসময় তাঁর প্রতিজ্ঞাগুলো পূরণ করেন
২১:১-৩, ৫-৭, ১০-১২, ১৪
যিহোবা অব্রাহাম ও সারাকে এক পুত্রসন্তান দেওয়ার মাধ্যমে তাদের বিশ্বাসকে পুরস্কৃত করেছিলেন। পরবর্তীকালে, পরীক্ষার মধ্যেও তাদের বাধ্যতা দেখিয়েছিল, ভবিষ্যতের বিষয়ে যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর তাদের অটুট বিশ্বাস ছিল।
কীভাবে পরীক্ষার মধ্যেও আমার বাধ্যতা দেখায় যে, ভবিষ্যতের বিষয়ে যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে? কীভাবে আমি আমার বিশ্বাসকে দৃঢ় করতে পারি?