খ্রিস্টীয় জীবনযাপন
সারা বিশ্বে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার সুফল
প্রেরিত ৫ অধ্যায়ের বর্ণনা অনুসারে, প্রথম শতাব্দীর খ্রিস্টানরা সুসমাচার জানানোর জন্য মন্দিরে—অনেক লোক পাওয়া যেতে পারে এমন এক জনসাধারণ্যের স্থানে—গিয়েছিলেন। (প্রেরিত ৫:১৯-২১, ৪২) বর্তমানে, জনসাধারণ্যের স্থানে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার মাধ্যমে আমরা অনেক ভালো ফলাফল লাভ করেছি।
সারা বিশ্বে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার সুফল শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কখন ও কীভাবে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার ব্যবস্থা শুরু হয়েছিল?
একটা টেবিলের চেয়ে বহনযোগ্য একটা ট্রলি ব্যবহার করার সাধারণত কোন কোন সুবিধা রয়েছে?
মি জুং ইয়ুর অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?
হেকোব সালোমের অভিজ্ঞতা কীভাবে ট্রলি ব্যবহার করে সাক্ষ্যদান করার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে?
আ্যনিজ ও তার স্বামীর অভিজ্ঞতা কীভাবে আমাদের ট্রলি ব্যবহার করে কার্যকরী উপায়ে সাক্ষ্যদান করার বিষয়ে শিক্ষা দেয়?