১৯৫৭ সালে ফ্রান্সে একজন সীমা অধ্যক্ষ ও তার স্ত্রী কার্যভার পালন করছেন
কথোপকথনের নমুনা
●○○ প্রথম সাক্ষাৎ
প্রশ্ন: ঈশ্বরের নাম কী?
শাস্ত্রপদ: যাত্রা ৬:৩
পরের সাক্ষাতের জন্য: কীভাবে আমরা জানি যে, ঈশ্বর চান আমরা তাঁর বন্ধু হই?
○●○ প্রথম পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: কীভাবে আমরা জানি যে, ঈশ্বর চান আমরা তাঁর বন্ধু হই?
শাস্ত্রপদ: যাকোব ৪:৮
পরের সাক্ষাতের জন্য: কীভাবে আমরা ঈশ্বরের বন্ধু হতে পারি?
○○● দ্বিতীয় পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: কীভাবে আমরা ঈশ্বরের বন্ধু হতে পারি?
শাস্ত্রপদ: যোহন ১৭:৩
পরের সাক্ষাতের জন্য: আমরা যেহেতু ঈশ্বরকে দেখতে পাই না, তা হলে কীভাবে আমরা তাঁর ঘনিষ্ঠতা অনুভব করতে পারি?