খ্রিস্টীয় জীবনযাপন
“পৌল ঈশ্বরের ধন্যবাদ করিয়া সাহস প্রাপ্ত হইলেন”
রোমের মণ্ডলী যখন শুনতে পেয়েছিল পৌল আসছেন, তখন কয়েক জন ভাই প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) পথ যাত্রা করে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের আত্মত্যাগমূলক প্রেম পৌলের উপর কেমন প্রভাব ফেলেছিল? “তাহাদিগকে দেখিয়া পৌল ঈশ্বরের ধন্যবাদ করিয়া সাহস প্রাপ্ত হইলেন।” (প্রেরিত ২৮:১৫) পৌল বিভিন্ন মণ্ডলী পরিদর্শন করেছিলেন ও তিনি সেখানকার ভাই-বোনদের উৎসাহিত করার জন্য সুপরিচিত ছিলেন। তবে এই বার একজন বন্দি হিসেবে, তিনি নিজেই উৎসাহ লাভ করেছিলেন।—২করি ১৩:১০.
বর্তমানে সীমা অধ্যক্ষরা ভাই-বোনদের উৎসাহিত করার জন্য বিভিন্ন মণ্ডলীতে পরিদর্শন করেন। ঈশ্বরের সমস্ত দাসের মতো তারাও কখনো কখনো ক্লান্ত, উদ্বিগ্ন ও নিরুৎসাহিত হন। পরের বার আপনার মণ্ডলীতে যখন সীমা অধ্যক্ষ ও তার স্ত্রী সেবা করতে আসবেন, তখন তাদের সাহসী হতে সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন, যাতে “উভয় পক্ষের” মধ্যে “আশ্বাস” বা উৎসাহ বিনিময় হয়?—রোমীয় ১:১১, ১২.
ক্ষেত্রের পরিচর্যা সভায় সমর্থন করুন। প্রকাশকরা যখন সেই বিশেষ সপ্তাহের কার্যক্রম থেকে পুরোপুরি উপকার লাভ করে, তখন সীমা অধ্যক্ষ উৎসাহিত হন। (১থিষল ১:২, ৩; ২:২০) তার পরিদর্শনের মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার বিষয়ে বিবেচনা করুন। আপনি কি তার ও তার স্ত্রীর সঙ্গে পরিচর্যায় কাজ করার অথবা তাদের মধ্যে কাউকে আপনার সঙ্গে কোনো বাইবেল অধ্যয়নে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারেন? তারা বিভিন্ন প্রকাশকের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, যাদের মধ্যে নতুন অথবা পরিচর্যায় খুব-একটা দক্ষ নয় এমন প্রকাশকরা রয়েছে।
আতিথেয়তা দেখান। আপনি কি তাদের থাকতে দিতে পারেন অথবা এক বেলার খাবারের ব্যবস্থা করতে পারেন? এটা সীমা অধ্যক্ষ ও তার স্ত্রীকে বুঝতে সাহায্য করে যে, আপনি তাদের ভালোবাসেন। তারা অনেক বড়ো কোনো আয়োজন আশা করেন না।—লূক ১০:৩৮-৪২.
তার নির্দেশনা ও পরামর্শ শুনুন এবং কাজে লাগান। সীমা অধ্যক্ষ প্রেমের সঙ্গে আমাদের এটা বুঝতে সাহায্য করেন, কীভাবে আমরা যিহোবার সেবায় আরও উন্নতি করতে পারি। কখনো কখনো, তিনি হয়তো প্রয়োজনে কড়া পরামর্শ দিতে পারেন। (১করি ৫:১-৫) আমরা যখন সেটার বাধ্য ও বশীভূত হই, তখন তিনি আনন্দিত হন।—ইব্রীয় ১৩:১৭.
উপলব্ধি প্রকাশ করুন। সীমা অধ্যক্ষ ও তার স্ত্রীকে বলুন, তাদের প্রচেষ্টার ফলে আপনি কীভাবে উপকৃত হয়েছেন। আপনি এটা সরাসরি বলতে পারেন অথবা ছোট্ট নোট কিংবা কার্ড দিয়ে তা প্রকাশ করতে পারেন।—কল ৩:১৫.