ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইব্রীয় ১-৩
ধার্মিকতাকে প্রেম করো আর দুষ্টতাকে ঘৃণা করো
যিশু ধার্মিকতাকে প্রেম করেন আর এমন যেকোনো কিছুকে ঘৃণা করেন, যা তাঁর পিতাকে অসম্মান করে।
কীভাবে আমরা ধার্মিকতার প্রতি যিশুর প্রেমকে অনুকরণ করতে পারি . . .
যখন অনৈতিক প্রলোভনগুলোর মুখোমুখি হই?
যখন পরিবারের কোনো সদস্য সমাজচ্যুত হয়?