খ্রিস্টীয় জীবনযাপন
‘সেই সকল আলোচনা করে চলো’
কোন বিষয়গুলো? ফিলিপীয় ৪:৮ পদ বলে, যে-বিষয়গুলো সত্য, আদরণীয়, ন্যায্য, বিশুদ্ধ, প্রীতিজনক, সুখ্যাতিযুক্ত আর সেইসঙ্গে যেকোনো সদ্গুণ ও যেকোনো কীর্তি নিয়ে “আলোচনা কর [“মন পূর্ণ রেখো, NW]” এর অর্থ এই নয় যে, একজন খ্রিস্টানকে সবসময় বাইবেলের বিষয়ে চিন্তা করতে হবে। কিন্তু, আমাদের হৃদয়ের চিন্তাভাবনা যেন যিহোবাকে খুশি করে। এটা যেন তাঁর প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমাদের সংকল্পকে দুর্বল করে না দেয়।—গীত ১৯:১৪.
ক্ষতিকর চিন্তাভাবনা এড়িয়ে চলা কঠিন হতে পারে। আমাদের শুধুমাত্র নিজেদের অসিদ্ধ প্রবণতাগুলোর সঙ্গেই নয়, কিন্তু সেইসঙ্গে “এই যুগের দেব” শয়তানের সঙ্গেও লড়াই করতে হবে। (২করি ৪:৪) শয়তান যেহেতু এই জগৎকে নিয়ন্ত্রণ করে, তাই টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ও বইপত্রের বেশিরভাগ বিষয়বস্তুই কুরুচিপূর্ণ। আমরা কোন বিষয়গুলো নিয়ে আমাদের মনকে পূর্ণ করছি, তা যদি সর্তকতার সঙ্গে বাছাই না করি, তা হলে আমাদের চিন্তাভাবনা কলুষিত হয়ে যাবে আর পরিশেষে এটা আমাদের আচরণের উপর প্রভাব ফেলবে।—যাকোব ১:১৪, ১৫.
আনুগত্যকে ভেঙে ফেলে এমন বিষয়গুলো এড়িয়ে চলুন—অনুপযুক্ত আমোদপ্রমোদ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
ভাই তার মোবাইলে কী দেখছিলেন আর কীভাবে সেটা তাকে প্রভাবিত করেছিল?
কীভাবে গালাতীয় ৬:৭, ৮ পদ ও গীতসংহিতা ১১৯:৩৭ পদ সেই ভাইকে সাহায্য করেছিল?