ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাকোব ৩-৫
ঈশ্বরীয় প্রজ্ঞা প্রদর্শন করুন
যিহোবার প্রজ্ঞা হল ব্যাবহারিক। উদাহরণ হিসেবে বলা যায়, এটা আমাদের ভাই-বোনদের সঙ্গে শান্তিস্থাপন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। আমরা যদি সত্যিই ঈশ্বরীয় প্রজ্ঞা অর্জন করি, তা হলে এটা আমাদের আচরণের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠবে।
নিজেকে জিজ্ঞেস করুন: ‘ঈশ্বরীয় প্রজ্ঞার এই দিকগুলোর মধ্যে সম্প্রতি আমি কোনটা প্রদর্শন করেছি? এগুলোর মধ্যে কয়েকটা প্রদর্শন করার ক্ষেত্রে কীভাবে আমি উন্নতি করতে পারি?’
শুচি
শান্তিপ্রিয়
যুক্তিযুক্ত
সহজে অনুনীত
করুণা ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ
ভেদাভেদবিহীন
নিষ্কপট