ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রকাশিত বাক্য ১৩-১৬
ভয়ংকর পশুগুলোকে ভয় পাবেন না
আমরা যদি প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে উল্লেখিত পশুগুলোর পরিচয় জানতে পারি, তা হলে আমরা সেই পশুগুলোকে ভয় পাব না কিংবা শ্রদ্ধা ও সমর্থনও করব না, যেমনটা বেশিরভাগ লোক করে থাকে।
প্রতিটা পশু ও সেটা যে-বিষয়কে চিত্রিত করে, তা মেলান
পশু
নাগ।—প্রকা ১৩:২
দশটা শিং ও সাতটা মাথা রয়েছে এমন এক পশু।—প্রকা ১৩:১, ২
মেষশাবকের মতো দুটো শিং রয়েছে এমন এক পশু।—প্রকা ১৩:১১
পশুর প্রতিমা।—প্রকা ১৩:১৫
শক্তি
অ্যাংলো-আমেরিকা বিশ্বশক্তি
রাষ্ট্রপুঞ্জ ও এর উত্তরসূরি জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ (ইউনাইটেড নেশন্স)
শয়তান দিয়াবল
ঈশ্বরের বিরোধিতা করে এমন সমস্ত সরকার