খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—খাপ খাইয়ে নিয়ে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: অভিষিক্ত ব্যক্তি এবং আরও মেষ সমস্ত ধরনের লোককে ‘বিনামূল্যে জীবন-জল গ্রহণ’ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। (প্রকা ২২:১৭) এই রূপক জল যিহোবার সেই সমস্ত ব্যবস্থাকে চিত্রিত করে, যেগুলো বাধ্য মানবজাতিকে পাপ ও মৃত্যু থেকে মুক্তি পেতে সাহায্য করে। বিভিন্ন প্রথা ও ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করার জন্য “অনন্তকালীন সুসমাচার” আমাদের এমন উপায়ে তুলে ধরতে হবে, যাতে তারা সত্যের প্রতি আকৃষ্ট হতে পারে।—প্রকা ১৪:৬.
যেভাবে এটা করা যায়:
একটা বিষয়বস্তু ও শাস্ত্রপদ বাছাই করুন, যেটা আপনার এলাকার লোকেদের হৃদয় স্পর্শ করবে। আপনি হয়তো কথোপকথনের নমুনায় দেওয়া কোনো একটা বিষয় কিংবা আপনি যে-বিষয়বস্তুর উপর কথা বলে ভালো ফলাফল পেয়েছেন, সেখান থেকে কোনো একটা বাছাই করতে পারেন। কোন বিষয়বস্তু ও শাস্ত্রপদ লোকেরা পছন্দ করে? সম্প্রতি এমন কি কোনো ঘটনা ঘটেছে, যেটা নিয়ে লোকেরা আলোচনা করছে? একজন পুরুষ কিংবা মহিলার সঙ্গে কোন বিষয়টা নিয়ে কথা বললে ভালো হবে?
আপনার এলাকার প্রথা অনুযায়ী গৃহকর্তাকে সম্ভাষণ জানান।—২করি ৬:৩, ৪
আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সের প্রকাশনা ও ভিডিওর সঙ্গে ভালোভাবে পরিচিত হোন, যাতে কেউ আগ্রহ দেখালে, তাদের আপনি কিছু দিতে পারেন
আপনার এলাকায় যে-ভাষার লোকেদের সঙ্গে দেখা হবে, সেই ভাষাগুলোতে প্রকাশনা ও ভিডিও ডাউনলোড করুন
গৃহকর্তার প্রয়োজন অনুযায়ী আপনার বিষয়বস্তু রদবদল করুন। (১করি ৯:১৯-২৩) উদাহরণ স্বরূপ, আপনি যদি জানতে পারেন যে, গৃহকর্তা সম্প্রতি মৃত্যুতে কাউকে হারিয়েছেন, তা হলে আপনি কী বলবেন?
ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
প্রকাশক কোন বিষয়বস্তু নিয়ে গৃহকর্তার সঙ্গে আলোচনা করতে শুরু করলেন?
গৃহকর্তার জীবনে কী ঘটেছিল?
এই পরিস্থিতিতে কোন শাস্ত্রপদ দেখানো বেশি ব্যাবহারিক ছিল এবং কেন?
আপনার এলাকার লোকেদের কাছে আপনার উপস্থাপনা আগ্রহজনক উপায়ে তুলে ধরার জন্য কীভাবে আপনি আপনার বিষয়বস্তু রদবদল করেন?