খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি প্রস্তুত?
আপনার এলাকায় যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তা হলে আপনি কী সেটার জন্য প্রস্তুত? ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দাবানল এবং বন্যা হঠাৎ করে ঘটতে পারে এবং তা খুবই ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। এ ছাড়া, কোনো সতর্কবার্তা ছাড়াই যেকোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলা ও দাঙ্গা ঘটতে পারে এবং মহামারী দেখা দিতে পারে।। (উপ ৯:১১) আমাদের এমনটা ধরে নেওয়া উচিত নয় যে, এইসব ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটবে না।
আমাদের প্রত্যেকের অবশ্যই বিপর্যয়ের সময় প্রস্তুত থাকার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। (হিতো ২২:৩) যদিও বিপর্যয়ের সময়ে যিহোবার সংগঠন যথেষ্ট সাহায্য প্রদান করে থাকে, কিন্তু তার মানে এই নয় যে, আমাদের কোনো ব্যক্তিগত দায়িত্ব নেই।—গালা ৬:৫.
আপনি কি যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
যিহোবার সঙ্গে নিকট সম্পর্ক বজায় রাখা কীভাবে বিপর্যয়ের সময়ে আমাদের সাহায্য করতে পারে?
কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ . . .
• বিপর্যয়ের আগে, বিপর্যয়ের সময়ে এবং বিপর্যয়ের পরে প্রাচীনদের সঙ্গে উত্তম যোগাযোগ বজায় রাখা?
• আপৎকালীন সময়ে ব্যবহৃত জিনিসপত্রের ব্যাগ প্রস্তুত করে রাখা?—সজাগ হোন! ১৭.৫ ৬, ইংরেজি
• কোন ধরনের বিপর্যয় ঘটতে পারে এবং প্রতিটা পরিস্থিতিতে কী কী করতে হবে, সেই সম্বন্ধে আলোচনা করা?
অন্যেরা যখন বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন আমরা কোন তিনটে উপায়ে তাদের সাহায্য করতে পারি?