ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৪০-৪১
যিহোবা যোষেফকে উদ্ধার করেন
৪১:৯-১৩, ১৬, ২৯-৩২, ৩৮-৪০
যিহোবা যোষেফকে উদ্ধার করার আগে তিনি ১৩ বছর ধরে একজন দাস এবং একজন বন্দি হিসেবে কষ্ট ভোগ করেছিলেন। যোষেফের প্রতি যা ঘটেছিল, সেগুলোর কারণে তিক্তবিরক্ত হয়ে যাওয়ার পরিবর্তে তিনি সেগুলো থেকে অনেক উত্তম শিক্ষা লাভ করেছিলেন। (গীত ১০৫:১৭-১৯) তিনি জানতেন, যিহোবা কখনো তাকে পরিত্যাগ করেননি। কীভাবে যোষেফ কঠিন পরিস্থিতিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করেছিলেন?
তিনি পরিশ্রম করেছিলেন এবং নির্ভরযোগ্য ছিলেন আর তাই যিহোবা তার প্রচেষ্টার উপর আশীর্বাদ করেছিলেন।—আদি ৩৯:২১, ২২
যারা তার প্রতি খারাপ আচরণ করেছিল, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তিনি সকলের প্রতি দয়া দেখিয়েছিলেন।—আদি ৪০:৫-৭
কীভাবে যোষেফের উদাহরণ আমাকে আমার সমস্যাগুলো সত্ত্বেও ধৈর্য ধরতে সাহায্য করে?
যিহোবা আমাকে আরমাগিদোনের সময় উদ্ধার করার আগে পর্যন্ত কীভাবে আমি আমার পরিস্থিতিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করতে পারি?