ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ৮-৯
গর্বিত ফরৌণ অজান্তেই ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করেন
৮:১৫, ১৮, ১৯; ৯:১৫-১৭
মিশরীয় ফরৌণেরা নিজেদের ঈশ্বর বলে মনে করতেন আর সেইজন্য মোশির সময়ে ফরৌণ এতটাই গর্বিত ছিলেন যে, তিনি মোশি ও হারোণের কথা শুনতে প্রত্যাখ্যান করেছিলেন। শুধু তা-ই নয়, তিনি নিজের মন্ত্রবেত্তাদের কথাও শোনেননি।
আপনাকে যখন অন্যেরা কোনো পরামর্শ দেয়, তখন আপনি কি তা গ্রহণ করেন? আপনাকে যখন কেউ পরামর্শ দেয়, তখন আপনি কি তার প্রতি কৃতজ্ঞ হন? কিংবা আপনার কি এমনটা মনে হয়, আপনি সবসময় সঠিক? মনে রাখবেন, “বিনাশের পূর্ব্বে অহঙ্কার।” (হিতো ১৬:১৮) তাই, এটা নিশ্চিত করা কতই-না গুরুত্বপূর্ণ যে, আমরা যেন কখনো অহংকারী বা গর্বিত হয়ে না পড়ি!