খ্রিস্টীয় জীবনযাপন
নম্র হও—বড়াই করা এড়িয়ে চলো
আমরা যখন নিজেদের প্রশংসা ও বড়াই করি, তখন এটা দেখায় যে, আমরা গর্বিত হয়ে পড়ছি। শুধু তা-ই নয়, এটা অন্যদেরও নিরুৎসাহিত করতে পারে। তাই, বাইবেল জানায়: “অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজ মুখ না করুক।”—হিতো ২৭:২.
যিহোবার বন্ধু হও—নম্র হও শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
লোকেরা সাধারণত কোন বিষয়গুলোর জন্য বড়াই করে?
জেসন ওর বন্ধুর কাছে কী নিয়ে বড়াই করছিল?
জেসনের বাবা কীভাবে জেসনকে বোঝান যে, বড়াই করা ঠিক নয়?
১ পিতর ৫:৫ পদ থেকে আমরা নম্র হওয়ার ব্যাপারে কী শিখতে পারি?