ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবাকে পূর্ণহৃদয়ে অনুসরণ করুন
কালেব তার জীবনের প্রথম থেকেই যিহোবাকে পূর্ণহৃদয়ে অনুসরণ করেছিলেন (যিহো ১৪:৭, ৮)
পরবর্তী সময়েও কালেব এই আস্থা দেখিয়েছিলেন যে, এক কঠিন দায়িত্ব পালন করার জন্য যিহোবা তাকে সাহায্য করবেন (যিহো ১৪:১০-১২; প্রহরীদুর্গ ০৪ ১২/১ ১২ অনু. ২)
যিহোবাকে পূর্ণহৃদয়ে সেবার করার জন্য কালেব পুরস্কার লাভ করেছিলেন (যিহো ১৪:১৩, ১৪; প্রহরীদুর্গ ০৬ ১০/১ ১৮ অনু. ১১)
যিহোবার নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে এবং তাঁর আশীর্বাদ লাভ করে কালেবের বিশ্বাস শক্তিশালী হয়েছিল। আমরা যখন আমাদের প্রার্থনার উত্তর পাই এবং অন্যান্য উপায়ে যিহোবা যে নির্দেশনা দিচ্ছেন, তা দেখতে পাই, তখন আমরাও তাঁর সেবা চালিয়ে যাওয়ার জন্য শক্তি লাভ করি।—১যোহন ৫:১৪, ১৫.