ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ১৩-১৪
‘সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু যে নিস্তার করেন, তাহা দেখ’
১৪:১৩, ১৪, ২১, ২২, ২৬-২৮
যিহোবা তাঁর প্রত্যেক উপাসককে ভালোবাসেন এবং তাদের প্রতি বিবেচনা দেখান। মিশর থেকে ইস্রায়েলীয়দের বের করে আনার সময় তিনি তাদের প্রতি ঠিক একইরকম ভালোবাসা ও বিবেচনা দেখিয়েছিলেন। কীভাবে?
তিনি তাদের কৌশলতার সঙ্গে বের করে আনেন।—যাত্রা ১৩:১৮
তিনি তাদের নির্দেশনা দেন ও সুরক্ষা জোগান।—যাত্রা ১৪:১৯, ২০
তিনি ছোটো-বড়ো সকলকে দাসত্ব থেকে উদ্ধার করেন।—যাত্রা ১৪:২৯, ৩০
মহাক্লেশের জন্য অপেক্ষা করার সময় বর্তমানে আপনি কোন বিষয়ে নিশ্চিত থাকতে পারেন?—যিশা ৩০:১৫