খ্রিস্টীয় জীবনযাপন
অগ্রগামী হিসেবে যিহোবার প্রশংসা করুন
ইস্রায়েলীয়দের কাছে যিহোবার প্রশংসা করার জন্য বিভিন্ন কারণ ছিল। তিনি মিশর থেকে তাদের বের করে এনেছিলেন এবং ফরৌণের সেনাবাহিনীর কাছ থেকে রক্ষাও করেছিলেন! (যাত্রা ১৫:১, ২) যিহোবা আজকেও তাঁর লোকদের রক্ষা করেন। তাই, কীভাবে আমরা যিহোবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি?—গীত ১১৬:১২.
একটা উপায় হল সহায়ক কিংবা নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করার মাধ্যমে। যিহোবার কাছে প্রার্থনা করুন, যাতে তিনি আপনার মধ্যে অগ্রগামী হিসেবে সেবা করার আকাঙ্ক্ষা এবং এই সেবা চালিয়ে যাওয়ার জন্য শক্তি প্রদান করেন। (ফিলি ২:১৩) অনেক ভাই ও বোন প্রথমে সহায়ক অগ্রগামী হিসেবে শুরু করে। মার্চ ও এপ্রিল মাসে আর সেইসঙ্গে মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শনের মাসে আপনি চাইলে ৩০ বা ৫০ ঘণ্টার ভিত্তিতে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন। সহায়ক অগ্রগামীর কাজ করার মাধ্যমে আপনি যে-আনন্দ লাভ করবেন, সেটা আপনাকে একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করার জন্য চিন্তা করতে পরিচালিত করবে। এমনকী যে-সমস্ত ভাই ও বোন পূর্ণসময় চাকরি করে বা যাদের স্বাস্থ্য ভালো থাকে না, তারাও নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করার ক্ষেত্রে সক্ষম হয়েছে। (জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ১৬.০৭ ৮) সত্যিই, অগ্রগামী হিসেবে সেবা করার মাধ্যমে আমরা হৃদয় থেকে যিহোবার প্রশংসা করি আর এই প্রশংসা একমাত্র তিনিই পাওয়ার যোগ্য!—১বংশা ১৬:২৫.
মঙ্গোলিয়ায় তিন জন বোন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
অগ্রগামী হিসেবে সেবা করার জন্য এই তিন জন বোন কোন কোন প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে ওঠেন?
অগ্রগামী হিসেবে সেবা করার ফলে তারা কোন কোন আশীর্বাদ লাভ করেন?
অগ্রগামী হিসেবে সেবা করার ফলে তারা আর কোন কোন উপায়ে যিহোবাকে সেবা করার সুযোগ পান?
এই তিন জন বোনের উদাহরণ অন্যদের কীভাবে প্রভাবিত করে?