ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ১৯-২০
দশ আজ্ঞা আমাদের জন্য কোন অর্থ রাখে?
২০:৩-১৭
আজ খ্রিস্টানরা মোশির ব্যবস্থার অধীনে নেই। (কল ২:১৩, ১৪) তা সত্ত্বেও, আমরা দশ আজ্ঞা এবং মোশির ব্যবস্থার বাকি নিয়ম থেকে আজকে অনেক কিছু শিখতে পারি। যেমন, আমরা জানতে পারি:
বিভিন্ন বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি আসলে কেমন
কোন কোন উপায়ে আমরা যিহোবাকে খুশি করতে পারি
অন্যদের সঙ্গে আমাদের কীভাবে আচরণ করা উচিত
দশ আজ্ঞা থেকে আপনি যিহোবা সম্বন্ধে কী শিখেছেন?