মহাযাজক অতি পবিত্র স্থানে প্রবেশ করছেন
কথোপকথনের নমুনা
●○ প্রথম সাক্ষাৎ
প্রশ্ন: যারা আন্তরিকভাবে ঈশ্বরের অন্বেষণ করে, তাদের বিষয়ে তিনি কেমন অনুভব করেন?
শাস্ত্রপদ: ১পিতর ৫:৬, ৭
পরের সাক্ষাতের জন্য: ব্যক্তি-বিশেষ হিসেবে আমাদের প্রতি ঈশ্বর কতটা মনোযোগ দেন?
○● পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: ব্যক্তি-বিশেষ হিসেবে আমাদের প্রতি ঈশ্বর কতটা মনোযোগ দেন?
শাস্ত্রপদ: মথি ১০:২৯-৩১
পরের সাক্ষাতের জন্য: ঈশ্বর কি সত্যিই আমাদের অনুভূতি বোঝেন?