খ্রিস্টীয় জীবনযাপন
নভেম্বর মাসে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশেষ অভিযান
যিশু “ঈশ্বরের রাজ্যের সুসমাচার” ঘোষণা করেছিলেন। (লূক ৪:৪৩) তিনি লোকেদের এই রাজ্যের জন্য প্রার্থনা করতে শিখিয়েছিলেন। (মথি ৬:৯, ১০) আমরা নভেম্বর মাসে লোকেদের ঈশ্বরের রাজ্যের বিষয় ঘোষণা করার জন্য বিশেষভাবে প্রচেষ্টা করব। (মথি ২৪:১৪) আপনারা কি এই বিশেষ অভিযানে অংশ নেওয়ার জন্য দৈনন্দিন জীবনে রদবদল করতে পারেন? প্রকাশকরা চাইলে এই মাসে ৩০ বা ৫০ ঘণ্টার ভিত্তিতে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে।
আপনার এলাকার যত বেশি লোককে সম্ভব ঈশ্বরের রাজ্য সম্বন্ধে একটা শাস্ত্রপদ দেখান। লোকেদের ধর্মীয় বিশ্বাসের কথা মাথায় রেখে তাদের কাছে কোন শাস্ত্রপদটা পড়া ঠিক হবে, তা বিবেচনা করুন। কেউ যদি প্রথম সাক্ষাতে আগ্রহ দেখিয়ে থাকে, তা হলে তার কাছে প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ নং ২, ২০২০ সালের পত্রিকাটা অর্পণ করুন। এরপর যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যক্তির কাছে ফিরে যান আর আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে একটা প্রকাশনা ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। খুব শীঘ্রই ঈশ্বরের রাজ্য সেই সমস্ত সরকারকে চূর্ণ করবে, যারা এটার বিরোধিতা করে। (দানি ২:৪৪; ১করি ১৫:২৪, ২৫) তাই আসুন, এই বিশেষ অভিযানে উদ্যোগ সহকারে অংশ নেওয়ার মাধ্যমে দেখাই যে, যিহোবা ও তাঁর রাজ্যকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি!
ঈশ্বরের রাজ্যই পৃথিবীতে পরমদেশ নিয়ে আসবে!