ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লেবীয় পুস্তক ৪-৫
যিহোবাকে আপনার সর্বোত্তমটা দিন
৫:৫-৭, ১১
যিহোবা চাইতেন যেন ইস্রায়েলীয়রা নিজেদের পক্ষ থেকে তাঁকে সবচেয়ে উত্তম বলি প্রদান করে। যদি তারা পশু বলি দিতে অসমর্থ হত, তা হলে তারা যিহোবাকে “উত্তম” মানের ময়দা উৎসর্গ করতে পারত, যেটা তারা বিশেষ অতিথিদের জন্য খাদ্য প্রস্তুত করার সময় ব্যবহার করত। (আদি ১৮:৬) আর এভাবে, খুবই দরিদ্র ইস্রায়েলীয়রা যিহোবার সঙ্গে সম্মিলিত হওয়ার জন্য বলি উৎসর্গ করতে পারত। একইভাবে, আমরা আমাদের পরিস্থিতির কারণে যিহোবার সেবা হয়তো সামান্যই করছি বলে মনে হতে পারে, কিন্তু তা সত্ত্বেও যিহোবা আমাদের “স্তব-বলি” থেকে খুশি হন, কারণ তিনি জানেন যে, আমরা আমাদের পক্ষ থেকে সবচেয়ে উত্তম দান প্রদান করছি।—ইব্রীয় ১৩:১৫.
আপনি যদি খারাপ স্বাস্থ্য বা বয়স বৃদ্ধির কারণে যিহোবার সেবা আগের মতো করতে না পারেন, তা হলে আপনার কী মনে রাখা উচিত?