খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার শাসনকে সমর্থন করার মাধ্যমে প্রেম প্রকাশ করুন
সমাজচ্যুত করার ব্যবস্থা মণ্ডলীকে সুরক্ষিত রাখে এবং অনুতাপহীন অন্যায়কারী ব্যক্তিকে শাসন প্রদান করে। (১করি ৫:৬, ১১) আমরা যখন যিহোবার কাছ থেকে আসা এই শাসনকে সমর্থন করি, তখন আমরা প্রেম প্রকাশ করে থাকি। যে-ব্যবস্থার কারণে এত আবেগগত কষ্ট হয়ে থাকে, সেই ব্যবস্থা কীভাবে প্রেমপূর্ণ হতে পারে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যিহোবার নাম ও পবিত্রতা সম্বন্ধে তাঁর যে-মান রয়েছে, সেগুলোর প্রতি আমরা প্রেম প্রকাশ করে থাকি। (১পিতর ১:১৪-১৬) এ ছাড়া, আমরা সমাজচ্যুত ব্যক্তির প্রতি প্রেম দেখাই। কড়া শাসন কষ্টদায়ক বলে মনে হলেও, এটা “ধার্ম্মিকতার শান্তিযুক্ত ফল” উৎপন্ন করতে পারে। (ইব্রীয় ১২:৫, ৬, ১১) আমরা যদি সমাজচ্যুত ব্যক্তির সঙ্গে অথবা নিজে থেকে সংগঠন পরিত্যাগ করেছেন এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করা চালিয়ে যাই, তা হলে এটা দেখায় যে, আমরা যিহোবার শাসনে হস্তক্ষেপ করছি। মনে রাখবেন, যিহোবা তাঁর লোকেদের “বিচারানুরূপ” শাসন করেন। (যির ৩০:১১) তাই, যিহোবার শাসনকে সমর্থন করার এবং তাঁর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করে রাখার মাধ্যমে আমরা এই আশা করি যে, সেই ব্যক্তি আবারও আমাদের করুণাময় পিতার কাছে ফিরে আসবেন।—যিশা ১:১৬-১৮; ৫৫:৭.
একাগ্র হৃদয়ে যিহোবার প্রতি আনুগত্য বজায় রাখুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
কোনো সন্তান যখন যিহোবাকে ত্যাগ করে, তখন সেই খ্রিস্টান বাবা-মা কেমন অনুভব করেন?
সেই পরিবারের বিশ্বস্ত সদস্যদের মণ্ডলী কীভাবে সাহায্য করতে পারে?
বাইবেলের কোন বিবরণ দেখায় যে, পরিবারের চেয়ে যিহোবার প্রতি আমাদের অনুগত থাকতে হবে?
কীভাবে আমরা পরিবারের চেয়ে যিহোবার প্রতি অনুগত থাকতে পারি?