ঈশ্বরের বাক্যের গুপ্তধন
কীভাবে ব্যবস্থায় জীবজন্তুর প্রতি যিহোবার চিন্তা প্রকাশ পায়?
যদি কোনো পশুর সাহায্যের প্রয়োজন হত, তা হলে সেটাকে সাহায্য করতে হত (দ্বিতীয় ২২:৪; অন্তর্দৃষ্টি-১ ৩৭৫-৩৭৬, ইংরেজি)
মা পাখির প্রতি নিষ্ঠুর আচরণ করা যেত না (দ্বিতীয় ২২:৬, ৭; অন্তর্দৃষ্টি-১ ৬২১ অনু. ১, ইংরেজি)
দুটো ভিন্ন ধরনের পশুকে একসঙ্গে জোয়ালে আবদ্ধ করা যেত না (দ্বিতীয় ২২:১০; প্রহরীদুর্গ ০৩ ১০/১৫ ৩২ অনু. ১-২)
আমরা জীবজন্তুর সঙ্গে যেভাবে আচরণ করি, তা যিহোবার কাছে গুরুত্বপূর্ণ। জীবজন্তুর প্রতি আমরা নিষ্ঠুর আচরণ করব না অথবা কেবল বিনোদনের উদ্দেশ্যে তাদের হত্যা করব না।—হিতো ১২:১০.